অঙ্গদানের আর্জি অপূর্ণ থেকে গেল হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক : জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে! কথাটি বর্ণে বর্ণে সত্যি।জগদ্দলের বাসিন্দা অজ্ঞনা সাহা দাঁতের মাড়ির উঁচু ভাব কাটানোর জন্য অস্ত্রপ্রচার করাতে যায় রয়েড স্ট্রীটের বেসরকারি হাসপাতালে। অস্ত্রপ্রচার করতে গিয়েই কোমায় চলে যান অজ্ঞনা।
22a9a img 20190604 wa0024
পরিবার ইতিমধ্যেই দন্ত চিকিৎসক অনির্বাণ সেনগুপ্তর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনে। শনিবার বিকেলে পঞ্চসায়রে স্নায়ুরোগের হাসপাতালে মৃত্যু হয় তার।

স্ত্রীর আর বাঁচার সম্ভাবনা নেই জেনে তাঁর অঙ্গদান করতে চেয়েছিলেন স্বামী। সেই জন্য শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত দফায় দফায় বিভিন্ন স্তরে আর্জিও জানান তিনি। তবে ‘অসহযোগিতা’র জন্য তা-ও সম্ভব হল না বলে সোমবার অভিযোগ করলেন সদ্য বিপত্নীক সুনীল সাহা।

সম্পর্কিত খবর