বাংলাহান্ট ডেস্কঃ ইন্ডিয়ান আইডল হ’ল পপ আইডল ফর্ম্যাটটির ভারতীয় সংস্করণ যা ২০০৪ সাল থেকে সনি বিনোদন টেলিভিশনে প্রচারিত হয়েছিল।এটি ২০০৪-২০০৫ এর মৌসুমে প্রথম ভারতে প্রচার শুরু হয়েছিল এবং ভারতে উঠতি সঙ্গীত প্রতিভা খুঁজে আনার কাজ করে এই প্রতিযোগিতা।
এবার ইন্ডিয়ান আইডলে সবচেয়ে কনিষ্ঠ ছিল বাঁকুড়ার শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলে দশম শ্রেণির ছাত্রী অঙ্কনা৷ তবে বয়সে সবচেয়ে ছোট হলেও দুর্দান্ত গানের জোরে বিচারক থেকে সেলিব্রিটিদের সবাইকে হতবাক করে রেখেছিল বাঁকুড়ার অঙ্কনা মুখোপাধ্যায় ৷ প্রতিযোগীতার অন্যতম হট ফেভারিটও ছিল সে।
ইন্ডিয়ান আইডলের ফাইনালে পঞ্জাব তনয় সানি হিন্দুস্তানির কাছে হারলেন অঙ্কনা ৷ এবছরের ইন্ডিয়ান আইডলে সে হল তৃতীয় ৷ যদিও ইন্ডিয়ান আইডলের ফলাফল নিয়ে একেবারেই চিন্তিত নয় সে ৷ অঙ্কনার ইচ্ছে বলিউডে প্লেব্যাক করার গাইতেন চান বাংলা চলচ্চিত্রেও ৷ পাশাপাশি নিজের অ্যালবাম আনতে চান৷অঙ্কনা ।সঙ্গীত পরিচালক হবার ইচ্ছেও তার আছে৷
প্রসঙ্গত, এবছর ইন্ডিয়ান আইডল ১১-এর বিজেতা নির্বাচিত হলেন সানি হিন্দুস্তানি। গতকাল ২৩ ফেব্রুয়ারি ছিল ইন্ডিয়ান আইডল ১১-এর ফিনালে পর্ব। এই সিজনের বিজেতা নির্বাচিত হয়েছেন সানি হিন্দুস্তানি। এতদিন পর্যন্ত বহু প্রতিভাবান গায়কদের তাদের প্রতিভা দেখানোর সুযোগ করে দিয়েছে। এবারও তার অন্যথা হয়নি। সানি সহ এই সিজনে যারা যারা এসেছেন সকলেই খুবই প্রতিভাবান গায়ক, গায়িকা।