খুন করে ফেলে দিয়েছিল নর্দমায়, দু’বছর গা ঢাকা দিয়ে অবশেষে ধৃত দিল্লি হিংসায় IB অফিসারের খুনি

বাংলাহান্ট ডেস্ক : ২০২০ সালে দিল্লি হিংসায় (Delhi Riot) মর্মান্তিক ভাবে খুন হন আইবি আধিকারিক অঙ্কিত শর্মা (Ankit Sharma)। দু’বছর পর অঙ্কিত শর্মার খুনের অভিযোগে মূল অভিযুক্ত মুঞ্জতাজিম ওরফে মুসা কুরেশিকে গ্রেফতার করল দিল্লি পুলিসের বিশেষ সেল। ফোনের টাওয়ার লোকেশন দেখে তেলঙ্গানা থেকে মুসা কুরেশিকে গ্রেফতার করে পুলিস।

দিল্লি পুলিস সূত্রে জানা যাচ্ছে, ৩৪ বছর বয়সি অভিযুক্ত মুসা কুরেশি উত্তর পূর্ব দিল্লির চাঁদ বাগ এলাকার বাসিন্দা। ১০ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। এর আগে এক মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ রয়েছে কুরেশির বিরুদ্ধে। তার খোঁজ দিলে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল প্রশাসন।

দিল্লির হিংসা চলাকালীন চাঁদ বাগ এলাকায় খুন হন আইবি আধিকারিক অঙ্কিত শর্মা। তাঁকে ৫২ বার কুপিয়ে দেহ ড্রেনে ফেলে রেখে যায়। অভিযোগ, হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুরেশি। তারপর থেকেই বহুদিন ধরেই কুরেশির খোঁজ করছিল দিল্লি পুলিসে স্পেশ্যাল সেল। কিছুদিন আগে ভারচুয়াল নম্বর থেকে নিজের ভাইকে ফোন করে সে। তারপর তার ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় তেলঙ্গানায় লুকিয়ে আছে সে। এরপর বিশেষ দল গঠন করে কুরেশিকে গ্রেফতার করল পুলিস।

কুরেশিকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, মামার বাড়ির আত্মীয়দের সঙ্গে সে কসাইয়ের কাজ করত। পরে উত্তরপ্রদেশের একাধিক দুষ্কৃতীদের সঙ্গে জড়িয়ে পড়ে সে। একের পর এক দুষ্কর্মও ঘটায়।

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থন ও সিএএ বিরোধী আন্দোলনের প্রতিবাদে ফেব্রুয়ারি মাসের শেষেই অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লি। প্রায় চার দিন ধরে চলা এই আন্দোলনে মারাত্মক প্রভাবিত হয় দিল্লির উত্তর-পূর্ব প্রান্ত। সেই হিংসাশ্রয়ী আন্দোলনেই নিহত হন আইবি কর্মী অঙ্কিত শর্মা। দিল্লির নর্দমা থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হন আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন। সলমন নামের আর এক যুবককেও গ্রেফতার করা হয় এই মামলার অভিযুক্ত হিসাবে।। পরে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেফতার করে দিল্লি পুলিস। এবার পুলিসের জালে অবশেষে ধরা পড়ল মূল অভিযুক্ত মুসা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর