স্কুলের চাকরি হারালেও কলেজ সার্ভিস কমিশনের তালিকায় নাম পরেশ-কন্যার! তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় বিতর্কের রেশ ছড়িয়েছে গোটা রাজ্যে আর এই ঘটনায় খবরের শিরোনামের সামনের সারিতে উঠে আসে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতার নাম। বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে। এরপরেই কলকাতা হাইকোর্ট দ্বারা তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং সমস্ত বেতন ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তবে সেই বিতর্ক থামতে না থামতে পুনরায় অপর একটি ঘটনা সামনে আসতেই বর্তমানে শুরু হয়েছে জল্পনা।

সূত্র মারফত খবর, এসএসসির পর এবার কলেজ সার্ভিস কমিশনের তালিকাতেও উঠে এসেছে মন্ত্রী কন্যার নাম। তবে এ ক্ষেত্রে যোগ্যতা যাচাই করেই তার নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি। সম্প্রতি, স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয় অঙ্কিতা অধিকারীকে। শুধু তাই নয়, বিগত চার বছর ধরে যা বেতন পেয়েছিল সে, সব কিছুই ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এবার কলেজ নিয়োগ প্রক্রিয়ায় তার নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। তবে কমিশনের তরফ থেকে এক্ষেত্রে কোনরকম দুর্নীতি হয়নি বলে জানা গিয়েছে।

কলেজ সার্ভিস কমিশনের তালিকায় নাম থাকাই শুধু নয়, গত মাসে সেখানে ইন্টারভিউয়ের জন্য ডাকও পান অঙ্কিতা। তবে কমিশনের তরফ থেকে জানানো হয়, “যোগ্য আবেদনকারী হওয়ার কারণে অঙ্কিতা অধিকারীকে ডাকা হয়। কোন আবেদনকারীর যদি যোগ্যতা থাকে, তাহলে তাকে না ডাকার কোনো প্রশ্ন নেই।” এক্ষেত্রে প্রার্থীদের নামের প্রথম অক্ষর অনুযায়ী তাদের ইন্টারভিউতে ডাকা হয় বলেও জানিয়েছে কলেজ সার্ভিস কমিশন।

ankita 1

প্রসঙ্গত, বেআইনি ভাবে চাকরিতে প্রবেশ করার অভিযোগে হাইকোর্টে তৃণমূল নেতা পরেশ অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে মামলা করা হয়। সম্প্রতি সেই শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে জানান, “শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হলো অঙ্কিতা অধিকারীকে। নিজেকে আর শিক্ষক হিসেবে দাবি করতে পারবে না অঙ্কিতা। এমনকি স্কুলে ঢুকতেও পারবে না সে। এতদিন পর্যন্ত পাওয়া সমস্ত বেতন অঙ্কিতাকে ফেরত দিতে হবে।” এ বিষয়ে তাকে দুটি কিস্তিতে টাকা ফেরানোর নির্দেশ দেন বিচারপতি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর