হাতে বাকি মাত্র এক সপ্তাহ, মহারাষ্ট্রের রাজ‍্যপালের কাছে বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে হাজির ভিকি-অঙ্কিতা

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের আর কয়েকদিনই মাত্র বাকি অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) ও ভিকি জৈনের (vicky jain)। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। তার আগে মহারাষ্ট্রের রাজ‍্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বিয়েতে আমন্ত্রণ জানালেন বলিপাড়ার এই জনপ্রিয় জুটি। সোশ‍্যাল মিডিয়ায় এই সাক্ষাতের কিছু ছবি শেয়ার করেছেন অঙ্কিতা ও ভিকি।

এদিন একটি সাদা রঙের চিকনকারি কাজের শাড়ি ও একই রঙের ব্লাউজে সেজেছিলেন ‘পবিত্র রিশতা’ অভিনেত্রী। ভিকিকেও দেখা গেল হবু স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে সাদা ফর্মাল শার্ট ও কালো ট্রাউজারে। বিয়ের নিমন্ত্রণ পত্র রাজ‍্যপালের হাতে তুলে দিয়ে একসঙ্গে ছবির জন‍্য পোজও দেন তাঁরা।

IMG 20211206 192652
ছবিগুলি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘মহারাষ্ট্রের রাজ‍্যপাল মাননীয় ভগৎ সিং কোশিয়ারি জির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আমি আপ্লুত। আমি জানি আপনি খুব ব‍্যস্ত স‍্যার আর আমি খুব কৃতজ্ঞ যে আমাদের সঙ্গে রাজ ভবনে কথা বলার জন‍্য আপনি সময় বের করলেন।’

ইতিমধ‍্যেই সমস্ত অতিথিদের কাছে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। কিছুদিন আগেই প্রাক বিয়ের ছবি শেয়ার করেছিলেন অঙ্কিতা। ছবিতে দেখা গিয়েছে, গোলাপি ও সোনালি পাড়ের হালকা সবুজ শাড়িতে সেজেছেন অঙ্কিতা। পাশে কুর্তা পাজামায় ছিমছাম সাজে ভিকি। দুজনেরই মাথায় পড়া মুণ্ডাভল‍্য, মরাঠি বিয়ের একটি সাবেকি গয়না। একমুখ হাসি নিয়ে ভিকির সঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছেন অঙ্কিতা। ছবিতে ভিকির কোলে বসতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/lokhandeankita/p/CXIZtf8hIPq/?utm_medium=copy_link

আগামী ১৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি অঙ্কিতা। ১২ থেকে ১৪ মোট তিনদিন ধরে চলবে বিয়ের নানাবিধ অনুষ্ঠান। হালের ট্রেন্ড অনুযায়ী ডেস্টিনেশন ওয়েডিংয়েরই শখ ছিল অঙ্কিতার। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সে শখকে বিদায় জানাতে হয়েছে তাঁর। মুম্বইতেই এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর।

https://www.instagram.com/tv/CXIiDpBB6iH/?utm_medium=copy_link

কম দিনে গোটা অনুষ্ঠান সারতে সকাল বিকেল মিলিয়ে আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকেই শুরু হবে হুল্লোড়। এদিন সকালে হবে মেহেন্দি সেরেমনি এবং বিকেলে বাগদান অনুষ্ঠান। ১৩ ডিসেম্বর সকালে একসঙ্গে হলদি অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান হবে অঙ্কিতা ভিকির। সেদিন রাতেই জমজমাট সঙ্গীত অনুষ্ঠান।

অবশেষে ১৪ ডিসেম্বর সকালে সাত পাক ঘুরবেন অঙ্কিতা ভিকি। সকালে বিয়ে সেরে আবার সেদিন সন্ধ‍্যাতেই রিসেপশনের সাজে সেজে উঠবেন নবদম্পতি। বহু তারকাই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে খবর। তার মধ‍্যে একজন জনপ্রিয় র‍্যাপার বাদশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর