ছক ভেঙে সোনালি লেহেঙ্গা, সুশান্তের মৃত‍্যুর বছর ঘুরতেই কনে সেজে বিয়ে সারলেন অঙ্কিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সাত পাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) ও বিকাশ জৈন ওরফে ভিকি জৈন (vicky jain)। মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলে গাঁটছড়া বাঁধলেন তাঁরা। পরিণতি পেল এত বছরের সম্পর্ক। ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জুটির বিয়ের প্রথম ছবি ও ভিডিও।

জল্পনা সত‍্যি করে ১৪ ডিসেম্বরেই বিয়ে করলেন অঙ্কিতা ভিকি। লাল নয়, ছক ভেঙে সোনালি লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। ভিকিকে দেখা গেল ক্রিম রঙা শেরওয়ানিতে। খুশি উপচে পড়ছিল দুজনের চোখেমুখে। মালাবদলের পর আনন্দের চোটে একবার নেচেও নিলেন অঙ্কিতা।


একটি হুডখোলা ভিন্টেজ গাড়িতে বরযাত্রী নিয়ে এসেছিলেন ভিকি। অঙ্কিতার সিঁদুর দানের ছবিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সিঁথিভর্তি সিঁদুর নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে পোজ দেন তিনি। পবিত্র পুনিয়া, এজাজ খান, অপর্ণা দীক্ষিত সহ বলিউডের বহু তারকারা উপস্থিত ছিলেন ভিকি অঙ্কিতার বিয়েতে।

https://www.instagram.com/p/CXdqmCAPVL5/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CXdkSSTqloa/?utm_medium=copy_link

গত কয়েকদিন ধরে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিকি অঙ্কিতার বিয়ের আগের রীতি অনুষ্ঠানের ছবি ভিডিও। সোমবার ছিল তাঁদের বাগদান অনুষ্ঠান। সোশ‍্যাল মিডিয়ায় তাঁদের বাগদানের একগুচ্ছ ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ভিকি অঙ্কিতার আঙুলে আংটি পরিয়ে দিলেন।


উল্লসিত দর্শকদের দিকে তাকিয়ে জয়ের হাসি ছুঁড়ে দিলেন অভিনেত্রী। তারপর ভিকির হাত নিজের হাতে নিয়ে পরিয়ে দিলেন আংটি। তখনি ব‍্যাকগ্রাউন্ডে বেজে উঠল সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘রাবতা’ ছবির গান। এদিন সহ অভিনেত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কঙ্গনা রানাওয়াতও।

https://www.instagram.com/reel/CXdvgafqkZf/?utm_medium=copy_link

মঙ্গলবার সকালে হয়েছে গায়ে হলুদ বা হলদি অনুষ্ঠান। কাঁচা হলুদ মেখে লজ্জায় রাঙা হয়ে গিয়েছিলেন অঙ্কিতা। অনেকেই অঙ্কিতার সমালোচনা করেছিলেন প্রাক্তন প্রেমিক সুশান্তের মৃত‍্যুর এক বছর কাটতে না কাটতেই বিয়ে করার জন‍্য। তবে অভিনেত্রীর অনুরাগীরা অতীত ভুলে জীবনের নতুন শুরুর জন‍্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

X