সকাল-বিকেল মিলিয়ে সব অনুষ্ঠান, বড়দিনের আগেই বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কিতা

বাংলাহান্ট ডেস্ক: রাখঢাকের আর প্রয়োজন নেই। অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) ও ভিকি জৈনের (vicky jain) বিয়েটা এখন বলিউডের ‘ওপেন সিক্রেট’। প্রথমে ঢাকঢাক গুড় গুড় করলেও নিজেই সেজেগুজে ব‍্যাচেলরেট পার্টির সমস্ত ছবি শেয়ার করেছিলেন অঙ্কিতা। বিয়ের তারিখ এখনো ঘোষনা না করলেও গোপনে রাখতে পারেননি সেটা।

ডিসেম্বরের ১৪ তারিখেই শুভদিন। ওই দিনই সাত জন্মের জন‍্য ভিকির সঙ্গে জুড়ে যেতে চলেছে অঙ্কিতার নাম। ১২ থেকে ১৪ মোট তিনদিন ধরে চলবে বিয়ের নানাবিধ অনুষ্ঠান। হালের ট্রেন্ড অনুযায়ী ডেস্টিনেশন ওয়েডিংয়েরই শখ ছিল অঙ্কিতার। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সে শখকে বিদায় জানাতে হয়েছে তাঁর। মুম্বইতেই এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর।

79284296
কম দিনে গোটা অনুষ্ঠান সারতে সকাল বিকেল মিলিয়ে আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকেই শুরু হবে হুল্লোড়। এদিন সকালে হবে মেহেন্দি সেরেমনি এবং বিকেলে বাগদান অনুষ্ঠান। ১৩ ডিসেম্বর সকালে একসঙ্গে হলদি অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান হবে অঙ্কিতা ভিকির। সেদিন রাতেই জমজমাট সঙ্গীত অনুষ্ঠান।

অবশেষে ১৪ ডিসেম্বর সকালে সাত পাক ঘুরবেন অঙ্কিতা ভিকি। সকালে বিয়ে সেরে আবার সেদিন সন্ধ‍্যাতেই রিসেপশনের সাজে সেজে উঠবেন নবদম্পতি। আপাতত সমস্ত অনুষ্ঠানের আয়োজন, পরিকল্পনাতেই ব‍্যস্ত রয়েছেন দুজনে।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সবকটি অনুষ্ঠানের জন‍্য আলাদা আলাদা থিম বাছাই করেছেন তাঁরা। যেমন মেহেন্দির জন‍্য একটু উজ্জ্বল রঙিন সাজে সাজবেন অঙ্কিতা ভিকি। তাঁদের সাজের সঙ্গে মানানসই ভাবে হবে থিমও। সন্ধ‍্যায় বাগদানের আসরে আবার মডার্ন গ্ল‍্যাম অবতারে ধরা দেবেন অভিনেত্রী।

auto draft 2523 920x518 1
পরের দিন হলদি অনুষ্ঠানের থিম নিয়ে তেমন পরীক্ষা নিরীক্ষা করেননি ভিকি অঙ্কিতা। অন‍্যদের মতো থিমে হলুদ রঙটাই প্রাধ‍্যান‍্য পাবে। ওই রঙটা মাথায় রেখেই সাজবেন সকলে। রাতে সঙ্গীত সেরেমনিতে আবার অন‍্য লুক। ট্র‍্যাডিশনালের সঙ্গে একটু মডার্ন ছোঁয়া থাকবে। ইন্দো ওয়েস্টার্ন লুকে সেজে ভিকির সঙ্গে গানের তালে পা মেলাবেন অঙ্কিতা।

কিছুদিন আগেই বান্ধবীদের জন‍্য ব‍্যাচেলরেট পার্টি দিয়েছেন অঙ্কিতা। ভাইরাল হয়েছে সেই পার্টির হুল্লোড়ের ছবি। ইন্ডাস্ট্রির সমস্ত বান্ধবীদের নিজের ব‍্যাচেলরেটে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন অঙ্কিতা। উপস্থিত ছিলেন রেশমি দেশাই, ম্রুনাল ঠাকুর, মাহি ভিজ, অপর্ণা দীক্ষিত, মিষ্টি ত‍্যাগীরা। সৃষ্টি রোডে নিজের ভাঙা পা নিয়েই এসেছিলেন প্রিয় বান্ধবীর ব‍্যাচেলরেটে।

সারা রাত ধরে পার্টি মাতিয়ে রেখেছিলেন অঙ্কিতা। বিয়ের আগে জমিয়ে নেচেছেন ‘পবিত্র রিশতা’ অভিনেত্রী। পার্টির থিম মূলত ছিল কালো। বেলুনে সাজানো হয়েছিল গোটা পার্টি। অতিথিদের কালো পোশাকেই দেখা গিয়েছে। অপরদিকে বেগুনি শর্ট ড্রেসে নজর কাড়লেন হবু কনে অঙ্কিতা। কেক কেকে ব‍্যাচেলরেট জীবন উদযাপন করেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর