মহিলা কর্মীকে খুনের অভিযোগ, BJP নেতার ছেলের রিসর্ট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল উত্তরাখণ্ড প্রশাসন

বাংলা হান্ট ডেস্কঃ অপরাধীদের গ্রেফতার এবং পরবর্তী সময়ে বুলডোজার (Bulldozer) দিয়ে তাদের বেআইনি বাড়ি কিম্বা রিসর্ট ভেঙে দেওয়ার চিত্র সাম্প্রতিক সময় গোটা দেশ জুড়ে উঠে আসতে শুরু করেছে। বিশেষত, উত্তর প্রদেশ (Uttar Pradesh) এবং মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মত বিজেপি (Bharatiya Janata Party) শাসিত রাজ্যগুলিতে প্রায়শই এহেন ঘটনার সাক্ষী থেকেছে মানুষ আর এবার উত্তরপ্রদেশের ন্যায় একই পদক্ষেপ নিল উত্তরাখণ্ড (Uttarakhand) প্রশাসন।

এক্ষেত্রে অঙ্কিতা ভাণ্ডারী নামে এক মহিলাকে প্রথমে শ্লীলতাহানি এবং পরবর্তীতে খুন করার ঘটনায় বিজেপি নেতার ছেলের রিসর্ট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল রাজ্য প্রশাসন। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।

সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশে অপরাধীদের দমন করার স্বার্থে প্রথমে তাদের গ্রেফতার এবং পরবর্তীতে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে ফেলতে দেখা যায় যোগী আদিত্যনাথের প্রশাসনকে আর এবার সেই একই ঘটনা ঘটলো উত্তরাখণ্ডে।

ঘটনার সূত্রপাত কিভাবে? সম্প্রতি, উত্তরাখণ্ডের ঋষিকেশে রিসর্টের এক মহিলা কর্মীকে প্রথমে শ্লীলতাহানি এবং পরে খুন করার অভিযোগ ওঠে বিজেপি নেতা বিনোদ আরিয়ার ছেলে পুলকিত আরিয়ার বিরুদ্ধে। পরবর্তীতে ঘটনাটি প্রকাশ্যে আসার পরই রীতিমতো ফুঁসছে এলাকাবাসী।

সূত্রের খবর, বর্তমানে অভিযোগ সামনে আসতেই তৎপর হয়ে উঠেছে উত্তরাখণ্ড প্রশাসন এবং এক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি রিসর্টটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। তাঁর নির্দেশ মতোই বর্তমানে বুলডোজার দিয়ে ঋষিকেশের ভানতারা নামক রিসর্টটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, “সম্প্রতি এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিন্দার কোন ভাষা নেই। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এ প্রসঙ্গে একটি সিট গঠিত হয়েছে এবং তারা তদন্তের মাধ্যমে সঠিক বিচার করবে।” উল্লেখ্য, অঙ্কিতা খুনের ঘটনায় গতকাল পুলকিত আরিয়া সহ রিসর্ট-এর ম্যানেজার এবং সহকারি ম্যানেজার যথাক্রমে সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। এক্ষেত্রে মহিলাটিকে শ্লীলতাহানি এবং পরে খুনের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, পুলকিত আরিয়ার বাবা তথা বিজেপি নেতা বিনোদ আরিয়া অতীতে রাজ্যের মাটি কালা বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। বর্তমানে অভিযুক্তদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Sayan Das

সম্পর্কিত খবর