বাংলাহান্ট ডেস্ক: যতই চেপে রাখুন, খবর ছড়ায় ঝড়ের গতিতে। নিজের বিয়ের খবরটাও চাপা রাখতে পারলেন না অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। আগামী ১২ নভেম্বর প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। তার এক মাস আগে ব্যাচেলরেট পার্টি দিলেন অঙ্কিতা। ভাইরাল হল সেই পার্টির হুল্লোড়ের ছবি।
ইন্ডাস্ট্রির সমস্ত বান্ধবীদের নিজের ব্যাচেলরেটে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন অঙ্কিতা। উপস্থিত ছিলেন রেশমি দেশাই, ম্রুনাল ঠাকুর, মাহি ভিজ, অপর্ণা দীক্ষিত, মিষ্টি ত্যাগীরা। সৃষ্টি রোডে নিজের ভাঙা পা নিয়েই এসেছিলেন প্রিয় বান্ধবীর ব্যাচেলরেটে। সারা রাত ধরে পার্টি মাতিয়ে রেখেছিলেন অঙ্কিতা। বিয়ের আগে জমিয়ে নেচেছেন ‘পবিত্র রিশতা’ অভিনেত্রী।
পার্টির থিম মূলত ছিল কালো। বেলুনে সাজানো হয়েছিল গোটা পার্টি। অতিথিদের কালো পোশাকেই দেখা গিয়েছে। অপরদিকে বেগুনি শর্ট ড্রেসে নজর কাড়লেন হবু কনে অঙ্কিতা। কেক কেকে ব্যাচেলরেট জীবন উদযাপন করেন তিনি। মজা করে ‘ম্যায় সসুরাল নেহি জায়ুঙ্গি’র তালে কোমর দুলিয়ে নাচলেন অঙ্কিতা। কিন্তু ভিডিওতে তিনি বলেন, ‘সসুরাল’ যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছেন না।
বড়দিনের আগেই বিয়েটা সেরে ফেলবেন ভিকি অঙ্কিতা। ডিসেম্বরের ১২, ১৩ ও ১৪ তিন দিন জুড়ে চলবে বিয়ের নানাবিধ অনুষ্ঠান। হাতে বাকি আর এক মাসের কিছু বেশি সময়। বলিউডের এই ‘বিগ ফ্যাট ওয়েডিং’এ উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা ব্যক্তিত্ব। ঠিক হয়ে গিয়েছে অতিথিদের তালিকা। শোনা যাচ্ছে, মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলেই নাকি বসবে বিয়ের আসর।
গত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন অঙ্কিতা ভিকি। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী ভিকি জৈনেরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সুশান্তের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। সম্পর্ক ভাঙলেও সুশান্তকে অস্বীকার কখনোই করেননি তিনি।
https://www.instagram.com/p/CWYKakFhygP/?utm_medium=copy_link
তাই আচমকা অভিনেতার মৃত্যুর খবর শুনে প্রথমটা বিশ্বাসই করতে পারেননি ‘পবিত্র রিশতা’র অর্চনা। সেই সময়টায় ভিকি দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের মৃত্যুর সঠিক বিচারের দাবিতেও সরব হয়েছিলেন অঙ্কিতা। গোটা সময়টাতেই তাঁর পাশে থেকে ভরসা, সাহস যুগিয়েছেন ভিকি।