কাল বাদে পরশু বিয়ে, মেহেন্দি সেরেমনিতে ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’এর তালে নাচলেন অঙ্কিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটি বিয়ে মিটতে না মিটতেই আরেক বিয়ের সানাই বেজে গেল বলিউডে। আগামী ১৪ ডিসেম্ব‍র বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) ও ভিকি জৈন (vicky jain)। ইতিমধ‍্যেই প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। অঙ্কিতার মেহেন্দি সেরেমনির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

তারকা মেহেন্দি শিল্পী বীণা নাগড়াকে দেখা গিয়েছে অভিনেত্রীর হাতে মেহেন্দি করতে। ব‍্যাকগ্রাউন্ডে বাজতে থাকা ‘ইয়ে জওয়ানি হ‍্যায় দিওয়ানি’ ছবির ‘দিল্লি ওয়ালি গার্লফ্রেন্ড’এর তালে তালে নাচছেন অঙ্কিতা। সুরও মেলালেন গানের সঙ্গে। বিয়ে নিয়ে যে তিনি বেশ খুশি তা বোঝাই যাচ্ছে ভিডিও দেখে। সম্প্রতি একটি প্রি ওয়েডিং ভিডিও শেয়ার করেছিলেন অঙ্কিতা। মরুভূমি ও সমুদ্রের মাঝে ইয়টে রোম‍্যান্স করতে দেখা গিয়েছিল তাঁদের।


গত মঙ্গলবার আচমকা পা মুচকে গভীর চোট পান অঙ্কিতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেমন চিন্তার কোনো ব‍্যাপার না থাকলেও চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছেন, সম্পূর্ণ বিশ্রামে থাকার। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু জানান, সঙ্গীত অনুষ্ঠানের জন‍্য নাচ প্র‍্যাকটিস করছিলেন ভিকি অঙ্কিতা। সে সময়েই চোট লাগে তাঁর। তবে অঙ্কিতার ভাগ‍্য ভাল যে পায়ে ফ্র‍্যাকচার হয়নি। চিকিৎসকরা তাঁকে নজরে নজরে রাখছেন। তবে অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টা ঠিক সামাল দিতে পারবেন তিনি।

https://www.instagram.com/tv/CXWR7f8Kj-T/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CXYK8ClKgS7/?utm_medium=copy_link

ইতিমধ‍্যেই সমস্ত অতিথিদের কাছে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি অঙ্কিতা। ১২ থেকে ১৪ মোট তিনদিন ধরে চলবে বিয়ের নানাবিধ অনুষ্ঠান। মুম্বইতেই এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর। কম দিনে গোটা অনুষ্ঠান সারতে সকাল বিকেল মিলিয়ে আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকেই শুরু হবে হুল্লোড়। এদিন সকালে হবে মেহেন্দি সেরেমনি এবং বিকেলে বাগদান অনুষ্ঠান।

https://www.instagram.com/reel/CXYLj0CKk9S/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CXYMUSWqw1X/?utm_medium=copy_link

https://www.instagram.com/viralbhayani/reel/CXYOrzmKYcY/?utm_medium=copy_link

১৩ ডিসেম্বর সকালে একসঙ্গে হলদি অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান হবে অঙ্কিতা ভিকির। সেদিন রাতেই জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। অবশেষে ১৪ ডিসেম্বর সকালে সাত পাক ঘুরবেন অঙ্কিতা ভিকি। সকালে বিয়ে সেরে আবার সেদিন সন্ধ‍্যাতেই রিসেপশনের সাজে সেজে উঠবেন নবদম্পতি। বহু তারকাই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে খবর। তার মধ‍্যে একজন জনপ্রিয় র‍্যাপার বাদশা।

সম্পর্কিত খবর

X