করোনাকে নো পরোয়া! গোলাপি সুইমসুটে সেজে স্বামীকে নিয়ে উদ্দাম পুলপার্টি অঙ্কিতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বছরের শেষ এবং শুরু এই দুটো সময়ে কোনো নিময়ের তোয়াক্কা না করেই পার্টি, হুল্লোড়ে মাতেন তারকা থেকে আমজনতা। গত বছরের মতো এ বছরও করোনাকে সঙ্গী করেই নতুন বছর শুরু করেছেন সকলে। কিন্তু সেলিব্রেশনের অন্ত নেই। তালিকায় নাম রয়েছে অঙ্কিতা লোখান্ডেরও (ankita lokhande)। সদ‍্য প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। তার উপর নতুন বছরের আনন্দ। সব মিলিয়ে দ্বিগুণ সেলিব্রেশন।

ভিকিকে সঙ্গে নিয়ে পুল পার্টিতে মেতেছিলেন অঙ্কিতা। গোলাপি চেক প্রিন্টের মনোকিনিতে সেজে বন্ধু বান্ধবদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। শীতের তোয়াক্কা না করেই পুলের জলে ঝপাং জুড়েছেন অভিনেত্রী। সঙ্গে দেদারে খানাপিনা ও ছবি তোলা, রিল ভিডিও বানানো তো ছিলই। সোশ‍্যাল মিডিয়ায় ছবি, রিলগুলি শেয়ার করা মাত্র ভাইরাল হয়ে গিয়েছে।


গত বছরের ১৪ ডিসেম্বর মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল অঙ্কিতা ভিকির বিয়ের আসর। ছক ভেঙে সোনালি লেহেঙ্গায় সেজে সাতপাক ঘোরেন তিনি। নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে করেছেন অঙ্কিতা ভিকি। বিয়েতে দু হাত ভরে উপহার দিয়েছেন অতিথিরা। সেসব উপহারের লিস্ট দেখে চোখ কপালে ওঠার জোগাড় আমজনতার।

সুন্দরী স্ত্রীকে কোটি টাকার একটি উপহার দিয়েছেন ভিকি। পেশায় ব‍্যবসায়ী ভিকি একটি বিলাসবহুল ভিলা উপহার দিয়েছেন অঙ্কিতাকে। মুম্বইতে নয়, এই ব‍্যক্তিগত ভিলা রয়েছে এই মুহূর্তের সবথেকে ট্রেন্ডিং ডেস্টিনেশন মালদ্বীপে। সেখানকার একটি দ্বীপে স্ত্রীকে ভিলা কিনে দিয়েছেন ভিকি। জানা যাচ্ছে, এই ভিলার দাম প্রায় ৫০ কোটি টাকা।

https://www.instagram.com/reel/CYN315mF1Pk/?utm_medium=copy_link

 

কম যান না অঙ্কিতাও। হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী স্বামীকে একটি পার্সোনালাইজড ইয়ট কিনে দিয়েছেন। বিলাসবহুল এই প্রমোদতরীর দামও নেহাত কম নয়, আনুমানিক ৮ কোটি টাকা! এবার আসা যাক বিয়েতে আমন্ত্রিত অতিথিদের থেকে কী কী উপহার পেলেন ভিকি অঙ্কিতা।

জনপ্রিয় পরিচালক প্রযোজক তথা অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু একতা কাপুর দিয়েছেন ৫০ লক্ষ টাকার উপহার। আরেক অভিনেত্রী মাহি ভিজ যিনি কিনা অঙ্কিতার গার্লস গ‍্যাংয়ের অন‍্যতম সদস‍্যা, তিনি দিয়েছেন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জির বিশেষ সংগ্রহ থেকে একটি সুন্দর শাড়ি। সূত্রের খবর, এই শাড়ির দাম আনুমানিক ১৫ লক্ষ টাকা। বিয়ের পরপরই নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন অঙ্কিতা ভিকি।

সম্পর্কিত খবর

X