বাকরুদ্ধ! সুশান্তের মৃত‍্যুসংবাদ শুনেই ফোন রেখে দেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত (sushant singh rajput) আর নেই, এটা বিশ্বাস করতে পারছেন না প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও এতদিনের টান কি উপেক্ষা করা সম্ভব? অভিনেতার মৃত‍্যুসংবাদ শুনে কার্যত বাকরুদ্ধ হয়ে গেলেন অঙ্কিতা। মুহূর্তের মধ‍্যে রেখে দিলেন ফোন।
অন‍্যান‍্যদিনের মতোই নিজের কাজে ব‍্যস্ত ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের মৃত‍্যুর খবর তখনও পর্যন্ত পৌঁছায়নি তাঁর কাছে। হঠাৎই একটি সংবাদমাধ‍্যম থেকে ফোন করে তাঁকে জানানো হয় সুশান্তের মৃত‍্যুসংবাদ। জানতে চাওয়া হয় তাঁর প্রতিক্রিয়া।


একটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন অঙ্কিতা। প্রাক্তন প্রেমিকের মৃত‍্যুসংবাদ শুনে তিনি বলে ওঠেন ‘কি’! জানা যায়, তারপরেই ফোন রেখে দেন তিনি বা ফোনটি তাঁর হাত থেকে পড়ে যায়। এই খবর শুনে কার্যত বাকরুদ্ধ হয়ে যান অঙ্কিতা।


পবিত্র রিশতা ধারাবাহিকে মানভ দেশমুখের চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত।  ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। শুটিং সেট থেকেই শুরু প্রেম। লিভ ইনও করেছেন দুজন। কিন্তু দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৬ তে বিচ্ছেদ হয় তাঁদের। এই ধারাবাহিকে অভিনয় করতে করতেই বলিউডে সুযোগ পান সুশান্ত। আর তখনই তাঁর বিচ্ছেদ হয় অঙ্কিতার সঙ্গে।

জানা যায়, বলিউডে প্রথম ছবি কাই পো ছে তে বড়সড় সাফল‍্য পেয়েছিলেন সুশান্ত। অপরদিকে অঙ্কিতার সঙ্গে সম্পর্কে ভাঙন ধরতে থাকে তাঁর। বিয়ের এক ধাপ আগে এসেই বিচ্ছেদ হয় তাঁদের। প্রথম প্রথম তিক্ততা থাকলেও পরে সম্পর্কটা দেখা হলে ‘হাই হ‍্যালো’তে গিয়ে দাঁড়ায়।

সম্পর্কিত খবর

X