বিয়ের আগেই পড়ল বাধা, পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অঙ্কিতা লোখান্ডে

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের সব প্রস্তুতিই মোটামুটি সারা। সম্প্রতি মহারাষ্ট্রের রাজ‍্যপাল ভগৎ সিং কোশিয়াড়িকে বিয়ের কার্ড দিয়ে আমন্ত্রণও জানিয়ে এসেছেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) ও ভিকি জৈন (vicky jain)। এর মধ‍্যেই বড় দুর্ঘটনার সম্মুখীন হলেন অভিনেত্রী। বিয়ের আগেই পায়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।

জানা যাচ্ছে, মঙ্গলবার আচমকা পা মুচকে গভীর চোট পান অঙ্কিতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেমন চিন্তার কোনো ব‍্যাপার না থাকলেও চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছেন, সম্পূর্ণ বিশ্রামে থাকার। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু জানান, সঙ্গীত অনুষ্ঠানের জন‍্য নাচ প্র‍্যাকটিস করছিলেন ভিকি অঙ্কিতা। সে সময়েই চোট লাগে তাঁর। তবে অঙ্কিতার ভাগ‍্য ভাল যে পায়ে ফ্র‍্যাকচার হয়নি। চিকগৎসকরা তাঁকে নজরে নজরে রাখছেন। তবে অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টা ঠিক সামাল দিতে পারবেন তিনি।

Screenshot 2021 12 08 19 17 05 044 com.instagram.android
ইতিমধ‍্যেই সমস্ত অতিথিদের কাছে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। কিছুদিন আগেই প্রাক বিয়ের ছবি শেয়ার করেছিলেন অঙ্কিতা। ছবিতে দেখা গিয়েছে, গোলাপি ও সোনালি পাড়ের হালকা সবুজ শাড়িতে সেজেছেন অঙ্কিতা। পাশে কুর্তা পাজামায় ছিমছাম সাজে ভিকি। দুজনেরই মাথায় পড়া মুণ্ডাভল‍্য, মরাঠি বিয়ের একটি সাবেকি গয়না। একমুখ হাসি নিয়ে ভিকির সঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছেন অঙ্কিতা। ছবিতে ভিকির কোলে বসতে দেখা গিয়েছে তাঁকে।

আগামী ১৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি অঙ্কিতা। ১২ থেকে ১৪ মোট তিনদিন ধরে চলবে বিয়ের নানাবিধ অনুষ্ঠান। মুম্বইতেই এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর। কম দিনে গোটা অনুষ্ঠান সারতে সকাল বিকেল মিলিয়ে আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকেই শুরু হবে হুল্লোড়। এদিন সকালে হবে মেহেন্দি সেরেমনি এবং বিকেলে বাগদান অনুষ্ঠান।

IMG 20210613 192308
১৩ ডিসেম্বর সকালে একসঙ্গে হলদি অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান হবে অঙ্কিতা ভিকির। সেদিন রাতেই জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। অবশেষে ১৪ ডিসেম্বর সকালে সাত পাক ঘুরবেন অঙ্কিতা ভিকি। সকালে বিয়ে সেরে আবার সেদিন সন্ধ‍্যাতেই রিসেপশনের সাজে সেজে উঠবেন নবদম্পতি। বহু তারকাই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে খবর। তার মধ‍্যে একজন জনপ্রিয় র‍্যাপার বাদশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর