বিয়ের ছয় মাসের মধ‍্যেই প্রথম সন্তান! মা হচ্ছেন অঙ্কিতা, ফাঁস করে দিলেন রাখি সাওয়ান্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি বিনোদন দুনিয়া সম্পর্কে যা খোঁজখবর রাখেন, তাদের কাছে অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) নামটার নতুন করে পরিচিতি দিতে লাগে না। ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের মাধ‍্যমে জনপ্রিয়তা পাওয়া অঙ্কিতার আরেকটি পরিচয়, তিনি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী। এখন অবশ‍্য তিনি ভিকি জৈন ঘরণী। নতুন পাওয়া খবর বলছে, পরিবার বাড়তে চলেছে ভিকি অঙ্কিতার।

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। অভিনেত্রী নাকি মা হতে চলেছেন। আর এই খবরে শিলমোহর দিয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। সম্প্রতি সংবাদ মাধ‍্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল অঙ্কিতার সন্তানসম্ভবা হওয়ার খবরের সত‍্যতা নিয়ে। উত্তরে রাখি বলেন, তিনি আশা করছেন একদিন না একদিন সুখবরটা দেবেন অঙ্কিতা। যে সুখ, আনন্দ তাঁর প্রাপ‍্য সেটাই বা কেন পাচ্ছেন না তিনি তা বুঝতে পারছেন না বলেও মন্তব‍্য করেন রাখি।


রাখি আগ বাড়িয়ে খবর দিয়ে দিলেও অঙ্কিতা বা ভিকি কিন্তু এখনো কোনো মন্তব‍্য করেননি এ বিষয়ে। বরং তাঁরা দিব‍্যি ছয় মাসের বিবাহিত জীবন উদযাপন করতে ব‍্যস্ত। রাত পোশাকে, বিনা মেকআপেই স্বামীকে নিয়ে কেক কেটেছেন অঙ্কিতা। পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়েই উদযাপন করেছেন তিনি।


সঙ্গে লিখেছেন, ‘শুভ ছয় মাস বেবি। আমাদের পরিবারকে ধন‍্যবাদ দিনটা এত বিশেষ করে তোলার জন‍্য। আর আমার প্রিয় ভাবিকে বিশেষ ধন‍্যবাদ দিনটা এত স্মরণীয় করে রাখার জন‍্য। আমি এখন থেকেই সবাইকে মিস করছি। তাড়াতাড়ি ফিরে এসো, অনেক ভালবাসা। রিয়া ভিভান চাচি তোমাদের খুব মিস করছে।’

https://www.instagram.com/p/Cf_RF43Lvna/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন সুশান্ত অঙ্কিতা। অভিনেতার মৃত‍্যুর পর ভেঙে পড়েছিলেন পর্দার অর্চনা। বহুবার সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সংবাদ মাধ‍্যমের সামনেও মুখ খুলেছিলেন। অঙ্কিতা বলেছিলেন, “আমি আমার অতীতটা ভুলে গিয়েছি। কিন্তু ওই মুহূর্তে আমাকে প্রয়োজন ছিল। আর সেটা আমি ভিকিকে বলতে পারছিলাম না। কিন্তু আমাকে কিছু বলতে হয়নি। ভিকি না বলতেই সবটা বুঝে গিয়েছিল।”

সম্পর্কিত খবর

X