সাত বছরের সম্পর্ক শেষ, বিচ্ছেদের পরেও সুশান্তের ছবি নিজের বাড়িতে টাঙিয়ে রেখেছিলেন অঙ্কিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুরনো স্মৃতিকে পেছনে ফেলে এখন বর্তমানকে নিয়ে ব‍্যস্ত অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। সুশান্তের (sushant singh rajput) মৃত‍্যুর পর কেটে গিয়েছে দীর্ঘ আট মাস। অন‍্যান‍্যদের মতো অঙ্কিতা নিজেও প্রাক্তনের স্মৃতি ভুলে বর্তমানের সঙ্গে ফের নিজের ব‍্যক্তিগত জীবনে ডুব দিয়েছেন।

সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর এখন তাঁর জীবনে এসেছে ভিকি জৈন। প্রায়ই তাঁর সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় অঙ্কিতাকে। তবে আগে এমনটা ছিলেন না অঙ্কিতা। সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন পর্যন্ত দুজনের একসঙ্গে তোলা ছবি টাঙিয়ে রেখেছিলেন নিজের বাড়ির দেওয়ালে।

পরিস্থিতি থেকে কখনোই পালাতে চাননি অভিনেত্রী। যতদিন তাঁর পরিস্থিতির সম্মুখীন হওয়ার ক্ষমতা হয়নি ততদিন ছবিগুলি তাঁর বাড়িতেই টাঙানো ছিল। সেই সময় তাঁর জীবনে অন‍্য কেউ আসেনি বলেও জানান অঙ্কিতা।

অভিনেত্রী জানান, সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর সঙ্গে যারাই দেখা করতে আসত তারাই ছবিগুলি সরিয়ে রাখার পরামর্শ দিতেন। উত্তরে অঙ্কিতা বলতেন, দীর্ঘ সাত বছর সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। ওই ছবিগুলি তাঁর জীবনের সঙ্গে সম্পর্কিত। সেগুলি সরিয়ে রাখার জন‍্য সময় দরকার তাঁর।

অঙ্কিতার কথায়, ছবিগুলি তিনি টাঙিয়ে রাখতেন যাতে তাঁর শক্তি বাড়ে। কোনোদিন সুশান্তের সঙ্গে দেখা হলে যাতে তিনি তাঁর মুখোমুখি দাঁড়াতে পারেন, এমনটাই বক্তব‍্য ছিল অঙ্কিতার। একদিন তিনি বুঝতে পারেন অবশেষে তাঁর পরিস্থিতির সম্মুখীন হওয়ার ক্ষমতা হয়েছে।

তখনি তিনি ছবিগুলি সরিয়ে দেন। তারপর ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে আসেন অঙ্কিতা। তবে তাঁদের পরিচয় আগে থেকেই ছিল। এমনকি সুশান্তেরও বন্ধু ছিলেন ভিকি। এখন ভিকির সঙ্গেই সুখী সম্পর্কে রয়েছেন অঙ্কিতা‌।

সম্পর্কিত খবর

X