সুশান্তের মৃত্যুর পর থেকে আর কেউ ডাকে না! হাতে কাজ নেই প্রাক্তন অঙ্কিতার

বাংলাহান্ট ডেস্ক: এক সময়ে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে উচ্চারিত হত অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) নাম। ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের মাধ্যমে একসঙ্গে আত্মপ্রকাশ করেছিলেন দুজনে। অনস্ক্রিন প্রেম রূপ নিয়েছিল বাস্তবে। সেসব অবশ্য এখন স্মৃতি। সুশান্ত বিদায় নিয়েছেন অনেক আগেই। অঙ্কিতারও সেই দাপট আর নেই। বরং কাজ খোঁজার জন্য রীতিমতো স্ট্রাগল করতে হচ্ছে তাঁকে।

মূলত ছোটপর্দার দৌলতেই জনপ্রিয়তা অঙ্কিতার। এখনো অনেক দর্শকের কাছেই তিনি ‘অর্চনা’। পবিত্র রিশতার পরেও আরো বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। অঙ্কিতার বলিউড ডেবিউ হয় কঙ্গনা রানাওয়াতের ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’র হাত ধরে। প্রথম ছবিতেই ফের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। তারপর টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘বাঘি থ্রি’ ছবিতেও একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা।

1606650072 ankita lokhande and sushant singh rajput

কিন্তু ওখানেই শেষ। তারপর থেকে আর কোনো ছবিতেই দেখা যায় না তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করলেন, তাঁর হাতে কাজ নেই। কেউ তাঁকে ডাকেও না। অঙ্কিতা বলেন, এমন কোনোদিনই ছিল না যে তাঁর কাছে প্রচুর অফার রয়েছে। তিনি কাজ ছেড়ে দিচ্ছেন বাধ্য হয়ে। বরং বিষয়টা উলটো।

অঙ্কিতার কথায়, বাইরের জগৎটা একেবারে অন্য রকম। কেউ এসে কাজ হাতে ধরিয়ে দেয় না। আর তিনিও কারোর কাছে গিয়ে হাত পাততে পারবেন না। এটা তাঁর স্বভাববিরুদ্ধ, সাফ কথা অঙ্কিতার। তাঁর ক্ষোভ, প্রতিভার দাম মতো সময় নেই কারোর। তাই তাঁর কাছে যা কাজ আসে সেটাই সর্বস্ব দিয়ে করার চেষ্টা করেন অঙ্কিতা। যেখানে সম্মান পাবেন সেখানেই কাজ করবেন, বক্তব্য অভিনেত্রীর।

ankita lokhande

প্রসঙ্গত, সুশান্তের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর আলাদা হয়ে যান অঙ্কিতা। বলিউডে পাড়ি দেন অভিনেতা। অন্যদিকে ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর অবশ্য ভেঙে পড়েছিলেন তিনি। প্রয়াত অভিনেতার তখনকার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেও আঙুল তুলতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর অবশ্য সবটাই থিতিয়ে যায়। ভিকিকে বিয়ে করে এখন দিব্যি সংসার করছেন অঙ্কিতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর