সুশান্তকে ভুলে এখন ভিকির প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যমজ সন্তানের অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করলেন অঙ্কিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর এতদিন পরেও সযত্নে তাঁর স্মৃতি আঁকড়ে রেখে দিয়েছেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। অভিনেতার বিচারের দাবিতে সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

তবে এখন সুশান্তের মৃত‍্যুর পর কেটে গিয়েছে দীর্ঘ পাঁচ মাস। অন‍্যান‍্যদের মতো অঙ্কিতা নিজেও প্রাক্তনের স্মৃতি ভুলে বর্তমানের সঙ্গে ফের নিজের ব‍্যক্তিগত জীবনে ডুব দিয়েছেন। সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর এখন তাঁর জীবনে এসেছে ভিকি জৈন। প্রায়ই তাঁর সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় অঙ্কিতাকে।

এবার ফের ভিকির সঙ্গে কয়েকটি নতুন ভিডিও পোস্ট করলেন অঙ্কিতা। ভিডিওতে ছোট্ট দুই শিশুকে খাওয়াতে দেখা যাচ্ছে অঙ্কিতা ও ভিকিকে। আসলে এরা হল অঙ্কিতার তুতো বোনের দুই যমজ সন্তান। তাদেরই অন্নপ্রাশন অনুষ্ঠানে গিয়েছিলেন ভিকি ও অঙ্কিতা। দুই শিশুর মুখে ভাতও দিতে দেখা যায় ভিকি ও অঙ্কিতাকে।

শুধু তাই নয়, সম্প্রতি ভিকির সঙ্গে চুটিয়ে নাচতেও দেখা যায় অঙ্কিতাকে। দুজনেরই পরনে সাদা পোশাক। জনপ্রিয় হিন্দি গান ‘ব‍্যাং ব‍্যাং’ এর তালে কোমর দোলাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন ভিকিও। বেশ ভাইরাল হয়েছে এই ভিডিওটি। তবে অনেকে অঙ্কিতার সমালোচনাও করতে ছাড়েননি এত তাড়াতাড়ি সুশান্তকে ভুলে যাওয়ার জন‍্য।

https://www.instagram.com/p/CH2aK-Xh4yg/?igshid=10ehu2j14ofoc

 

প্রসঙ্গত, সুশান্তের শেষ ইচ্ছা পূরণেও অংশগ্রহণ করেন অঙ্কিতা। অভিনেতার ৫০ টি ইচ্ছার মধ‍্যে একটি ছিল ১০০০টি গাছ লাগানো। সেই ইচ্ছা পূরণ করার জন‍্যই এক অভিনব উদ‍্যোগ নেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ‍্যোগ নেন তিনি। সুশান্তের অনুরাগীদেরও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার আবেদন জানান শ্বেতা।

সুশান্তের দিদির সঙ্গে হাত মিলিয়ে এই উদ‍্যোগে অংশ নেন অঙ্কিতাও। নিজের বাড়ির ব‍্যালকনিতেই গাছ লাগান তিনি। এই কাজে তাঁকে সঙ্গ দেয় পোষ‍্য হাচিও। সুশান্তের ইচ্ছাপূরণ করতেই এই উদ‍্যোগ নেন অঙ্কিতা।

X