‘ভিকিকে আঘাত দিতে চাই না’, বিয়ের পরেই ঘনিষ্ঠ দৃশ‍্যে না অঙ্কিতা লোখান্ডের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পর থেকেই লাগাতার সংবাদ শিরোনামে রয়েছেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। জমজমাট বিয়ের পর দামী উপহারের তালিকা, করোনা আবহেও পার্টি করে নববর্ষ উদযাপনের জেরে বারবার লাইমলাইটে উঠে এসেছেন তিনি। সম্প্রতি তিনি দাবি করেছিলেন, পার্টি করার জন‍্যই বিয়ে করেছেন তিনি ভিকি জৈনকে (vicky jain)। এবার অঙ্কিতা মুখ খুললেন বিয়ের পর বোল্ড দৃশ‍্যে অভিনয় করা নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, বিয়ের পর আর ঘনিষ্ঠ দৃশ‍্যে তিনি অভিনয় করবেন কিনা। তাঁর কথায়, “এটা সব সময়ই আমার কথার উপরে নির্ভর করেছে। আমার মনে হয় আমি এই ধরনের দৃশ‍্য করতে পারব না। তাছাড়া বিয়ের পর শুধু আমি নই, ভিকিরও মনে হয় কিছু নিষেধাজ্ঞা রয়েছে। কিছু এমন জিনিস রয়েছে যা ও এখন করতে পারবে না। আমার সবসময় মনে হয়, ও যদি আমার জন‍্য কিছু করে তাহলে বিনিময়ে আমারো এমন কিছু না করা উচিত যাতে ও আঘাত পায়। বোল্ড প্রোজেক্টের জন‍্য ওর আর আমার মধ‍্যে কোনো সমস‍্যা হতে পারে বলে আমি মনে করি না।”


তবে অঙ্কিতা স্পষ্ট করে দিয়েছেন যে স্ত্রীর ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করা নিয়ে স্বামী হিসাবে তাঁর কোনো আপত্তি নেই। ভিকি সবটা খুব স্বাভাবিক ভাবেই নেবেন। কিন্তু অঙ্কিতা জানান, তিনি নিজেই চান না বিয়ের পর আর কোনো ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করতে। কারণ তিনি ভিকির অনুভূতিতে আঘাত করতে চান না।

গত বছরের ১৪ ডিসেম্বর মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বিয়ের আসর বসেছিল অঙ্কিতার। দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে সাতপাক ঘোরেন তিনি। বিয়ের পরপরই নতুন ফ্ল‍্যাটে গিয়ে উঠেছেন নবদম্পতি। হিন্দি টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রী অঙ্কিতা। টেলিভিশন ইন্ডাস্ট্রির সবথেকে দামী অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম তিনি।


এক থি নায়িকা, পবিত্র রিশতা এবং পবিত্র রিশতা ২.০ সিরিয়ালে অভিনয় করেছেন অঙ্কিতা। তবে পবিত্র রিশতার হাত ধরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠেন তিনি। এছাড়াও ঝলক দিখলা যা ৪, কমেডি সার্কাস, সপনে সুহানে লড়কপন কের মতো শোতেও দেখা গিয়েছে তাঁকে। বলিউডে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘মণিকর্ণিকা’ এবং ‘বাঘি থ্রি’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

সম্পর্কিত খবর

X