আধো গলায় ‘মা’ ডাকছে ছোট্ট মেয়ে, ভিডিও শেয়ার করে আবেগঘন অভিনেত্রী অঙ্কিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছর করোনা আবহের মধ‍্যে মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন একাধিক টলিপাড়ার অভিনেত্রীরা। তালিকায় নাম রয়েছে টেলি অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালেরও (ankita majumder paul)। গত বছর সেপ্টেম্বরে মা হয়েছেন ‘জড়োয়ার ঝুমকো’ অভিনেত্রী। এক বছর কাটার আগেই সবথেকে কাঙ্খিত জিনিসটি পেলেন অঙ্কিতা।

অভিনেত্রীর ছোট্ট মেয়ে আরুণ‍্যার বয়স এখন মাত্র নয় বছর। এই বয়সেই আধো আধো গলায় মা, বাবা বলে ডাকতে শিখেছে সে। আর মেয়ের গলায় মা ডাক শুনে মন ভরে গিয়েছে অঙ্কিতার। মাতৃত্বের স্বাদ এখন ভরপুর উপভোগ করছেন তিনি। প্রথম বার মেয়ের মুখে মা ডাক শুনছেন অঙ্কিতা।

ছবি- ফেসবুক

কথায় বলে, ভাগ করে নিলে আনন্দ বাড়ে। ঠিক সেটাই করেছেন অঙ্কিতা। এই মিষ্টি মুহূর্তটা নেটদুনিয়ায় অনুরাগীদের ভাগ করে নিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট আরুণ‍্যা শুয়ে শুয়ে ক‍্যামেরার দিকে তাকিয়ে ‘ মা মা’, ‘বাবা’ বলছে। তার আধো গলায় ডাক শুনে আপ্লুত নেটিজেনরাও। কমেন্ট করে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনি লিখেছেন, ‘ওলে বাবা লে!! কি মিষ্টি’।

ছবি- ফেসবুক

ভিডিওটি শেয়ার করে অঙ্কিতা ক‍্যাপশনে লিখেছেন, ‘সব মায়েরাই সেই মুহূর্তটার জন‍্য অপেক্ষা করে থাকে যখন তার ছোট্ট সন্তান প্রথম বারের জন‍্য ‘মা’ বলে। আরুণ‍্যা আমার এই ইচ্ছা পূরণ করেছে ‘মা মা’ আর ‘বাবা’ বলে। আমরা সত‍্যিই ধন‍্য।’ নয়শোর উপর লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে।

২০১৯ এর জানুয়ারিতে সৌমিত্র পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। ২০২০র সেপ্টেম্বরেই তাঁর কোল আলো করে আসে ছোট্ট আরুণ‍্যা। গুয়াহাটিতে এক নার্সিংহোমে সন্তানের জন্ম দেন তিনি। লকডাউনের আগেই গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। লকডাউন শুরু হতে আটকে পড়েছিলেন ওখানেই। তবে অত‍্যন্ত সাবধানতার সঙ্গেই সন্তানের জন্ম দিয়েছেন অঙ্কিতা।

সম্পর্কিত খবর

X