সেরেই ফেললেন শুভকাজ, বিয়ের সাজে ভাইরাল হল অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি!

বাংলাহান্ট ডেস্ক: হালকা শীত গায়ে মেখে বিয়েবাড়ির আমেজে মজে রয়েছেন তারকা থেকে আমজনতা। বলিউড থেকে টলিউড সর্বত্রই বিয়ের রোশনাই। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে যে তারকা জুটির বিয়ে নিয়ে সবথেকে বেশি উন্মাদনা রয়েছে নেটমহলে তাঁরা হলেন অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)। গত ১০ বছর ধরে সুখ দুঃখে একে অপরের সঙ্গী হয়ে রয়েছেন তাঁরা। সম্পর্কটা এবার আরেক ধাপ এগোনোর সময় এসে গিয়েছে।

শুভকাজটা শেষমেষ সেরেই ফেললেন অঙ্কুশ ঐন্দ্রিলা। অন্তত সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখে নেটনাগরিকরা তো তেমনটাই সন্দেহ করছেন। ব‍্যাপারটা খোলসা করেই বলা যাক। আসলে সোশ‍্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে বিয়ের সাজে। অভিনেত্রীর পরনে টুকটুকে লালের সঙ্গে সোনালি জরির কাজের বেনারসী, সোনার গয়না, মাথায় চেলি, মুকুট।

IMG 20211217 152902
পাশে লাল সোনালি ধুতি ও হলুদের উপরে লাল সুতোর কাজ করা পাঞ্জাবিতে অঙ্কুশ। দুজনেই পাশাপাশি বসে মোবাইল ঘাঁটতে ব‍্যস্ত। কয়েকটি ছবিতে একান্তে কথাও বলতে দেখা গিয়েছে তাঁদের। অঙ্কুশ ঐন্দ্রিলার ফ‍্যানপেজের তরফে ছবিগুলি শেয়ার হওয়া মাত্রই প্রশ্ন উঠেছে, বিয়ে করে নিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা? চলতি বছরের বিয়ের মরশুমে তাঁরাই কি নববিবাহিত টলিউড জুটি?

অঙ্কুশ ঐন্দ্রিলা বিয়ে করেছেন বটে, তবে একটা ছোট্ট টুইস্ট আছে। এই বিয়ে রিয়েলে নয় বরং রিলে। ছবিগুলি একটু খুটিয়ে দেখলেই বোঝা যায় এগুলি আসলে ছবির সেটে তোলা। জুটির পেছনেই ক‍্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে। শটের ফাঁকেই ছবিগুলি তোলা হয়েছে।

https://www.instagram.com/p/CXfycOXB_b4/?utm_medium=copy_link

মাস কয়েক আগেই নতুন ছবির ঘোষনা করেছিলেন ঐন্দ্রিলা ও অঙ্কুশ। ছবির নাম ‘লভ ম‍্যারেজ’। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে ‘লভ ম‍্যারেজ’ ছবির একটি মোশন পোস্টার শেয়ার করে ঘোষনা সেরেছিলেন অঙ্কুশ। লিখেছিলেন, ‘ফাইনালি এবার হচ্ছে বিয়েটা’। সম্ভবত এই ছবির শুটিংয়েই তোলা হয়েছে ছবিগুলি।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি নিয়ে আসছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। তাঁরা ছাড়াও ছবিতে থাকছেন অপরাজিতা আঢ‍্য ও রঞ্জিত মল্লিক। এর আগে ‘ম‍্যাজিক’ ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অঙ্কুশ ঐন্দ্রিলাকে। ভ‍্যালেন্টাইনস ডের দিন দুয়েক আগে মুক্তি পেয়েছিল ছবিটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর