বাংলাহান্ট ডেস্ক: অঙ্কুশ হাজরা (Ankush Hazra) মানেই এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্ট। তাঁর কাছে বিনোদনের যোগান কখনো কম পড়ে না। প্রেমিকা ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সঙ্গে সুযোগ পেলেই খুনসুটিতে মাতেন তিনি। আর ঐন্দ্রিলাকে না পেলে না-ই সই। অঙ্কুশ একাই একশো।
কিন্তু এবারে তিনি যে কাণ্ডটা ঘটিয়েছেন তাতে চমকে গিয়েছেন ঐন্দ্রিলাও। দীর্ঘ ১১ বছর যেন এক নিমেষে মিথ্যে হয়ে গিয়েছে তাঁর কাছে। অঙ্কুশের ব্যক্তিগত জীবনে যে এত বড় সত্যিটা লুকানো ছিল এতদিন তা ঘুণাক্ষরেও টের পাননি অভিনেত্রী!
ব্যাপারটা কী? অতি সম্প্রতি ঐন্দ্রিলা জানতে পেরেছেন অঙ্কুশ নাকি ‘সমকামী’! তাঁর সঙ্গীও এই ইন্ডাস্ট্রিরই একজন অভিনেতা যিনি কিনা আবার বিবাহিত। তিনি ওম সাহানি (Om Sahani)। অভিনেত্রী মিমি দত্তর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকেও অঙ্কুশের সঙ্গে ‘সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার’?
যাবতীয় ঘটনা শুরু সাম্প্রতিক একটি ভিডিও থেকে। লন্ডনে একসঙ্গে রয়েছেন অঙ্কুশ ঐন্দ্রিলা এবং মিমি ওম। এই সুযোগে নিজেদের সঙ্গিনীদের ছেড়ে একে অপরকে চুম্বন করতে এগিয়ে গিয়েছেন অঙ্কুশ এবং ওম। আর ব্যাপারটা দেখেই চক্ষু চড়কগাছ ঐন্দ্রিলা মিমি দুজনেরই।
তবে ব্যাপারটা যে স্রেফ মজা তা আর বলার অপেক্ষা রাখে না। ওই যে অনুরাগীদের বিনোদনের যোগান দিতে ভালবাসেন অঙ্কুশ। আর মনের মানুষের খুনসুটিতে সায় দেন ঐন্দ্রিলাও। এবার দুজনের সঙ্গে মিলেছেন মিমি আর ওম। ব্যস, হাজির মজার ভিডিও।
https://www.instagram.com/reel/CeM7673qNfB/?igshid=YmMyMTA2M2Y=
সম্প্রতি একটি সেলফি শেয়ার করেছিলেন অঙ্কুশ। হাসিহাসি মুখে গালে হাত দিয়ে এক দৃষ্টে ক্যামেরার দিকে চেয়ে অভিনেতা। যেন কারোর সৌন্দর্যে মগ্ন তিনি। কে তিনি? অঙ্কুশের ক্যাপশন থেকেই পাওয়া গেল উত্তর। তিনি লিখেছেন, এই ভাবে গালে হাত দিয়ে ছেলেরা তখনি বসে থাকেন যখন তারা কোনো মেয়ের প্রেমে পড়ে। আর নয়তো যখন একটাই মেয়ের সঙ্গে ১১ বছর ধরে প্রেম করে।
আসলে নিজের দীর্ঘদিনের সঙ্গিনী ঐন্দ্রিলার উদ্দেশেই এই পোস্ট অঙ্কুশের। দেখতে দেখতে এতগুলো বছর কাটিয়ে দিলেন তাঁরা। অথচ এখনো যেন একে অপরের কাছে এতটুকু পুরনো হননি কেউ। এবার শুধু চার হাত এক হওয়ার পালা।