রাতে পা টিপে দেন, কাজে বেরোনোর সময় ঐন্দ্রিলাকে প্রণাম করে বেরোন অঙ্কুশ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ দশ বছরের সম্পর্ক অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেনের (oindrila sen)। হাতের তালুর মতোই চেনেন একে অপরকে। খবর, শিগগিরিই বিয়ের পিঁড়িতেও বসবেন। তার আগে কীভাবে প্রস্তুতি সারছেন অঙ্কুশ? দুজনের ব‍্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল স্বাভাবিক ভাবেই রয়েছে অনুরাগীদের। এবার তাদের জন‍্যই নিজেদের অন্দরমহলের একটু ঝলক দেখালেন অঙ্কুশ।

আর তা দেখতে গিয়েই অবাক নেটিজেনরা। এ কী অবস্থা অঙ্কুশের! মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরের সব কাজকর্ম তাঁকে দিয়ে করাচ্ছেন ঐন্দ্রিলা। সবজি কাটা থেকে শুরু করে রান্না করা, বাসন মাজা মায় রাতে পা টিপে দেওয়া পর্যন্ত সবই করেন অঙ্কুশ! এমনকি কাজে বেরোনোর সময়ে ঐন্দ্রিলার পা ছুঁয়ে প্রণাম করে তারপর বেরোন অভিনেতা।


কী ভাবছেন ঐন্দ্রিলা অঙ্কুশের অন্দরের গল্প এটাই? একটু টুইস্ট রয়েছে এখানে। কাজগুলো অঙ্কুশ করলেও আসলে এটা অভ্রজিৎ দত্তের রোজনামচা। অঙ্কুশের আগামী ছবি ‘এফআইআর’ এ তাঁর চরিত্রের নাম হল অভ্রজিৎ দত্ত। আর ছবি মুক্তির আগে তাঁর সঙ্গে দর্শকদের পরিচয় করানোর জন‍্যই এত পরিশ্রম অঙ্কুশের।

লালবাজারের বিশেষ শাখার গোয়েন্দা অভ্রজিৎ। অভিনেতার ভিডিও বলছে, অফিসে তিনি ডাঁটের সঙ্গে চলেন। কিন্তু একবার ঘরের চৌকাঠ পেরোনো মাত্র তাঁর অন‍্য রূপ। স্ত্রীর সামনে বাঘা গোয়েন্দা অভ্রজিৎ কেঁচো হয়ে যান। বাড়ি ফিরেই পিস্তল তুলে দিতে হয় গিন্নি ওরফে  ঐন্দ্রিলার হাতে। আর সেটার ভয় দেখিয়েই সারাদিন ধরে অভ্রজিৎ ওরফে অঙ্কুশের ওপর ছড়ি ঘোরান ঐন্দ্রিলা।


সবজি কাটা থেকে শুরু করে রান্না করা, বাসন মাজা, রাতে ঐন্দ্রিলার পা টিপে দেওয়া সবই করেছেন অঙ্কুশ। একটু বেচাল দেখলেই সোজা মাথায় পিস্তল চেপে ধরেন ঐন্দ্রিলা। এমনকি কাজে বেরোনোর সময়ে ঐন্দ্রিলার পা ছুঁয়ে প্রণাম করে তারপর বেরিয়েছেন অঙ্কুশ। মজার ভঙ্গিতে চরিত্রের সঙ্গে পরিচয় করিয়েছেন অভিনেতা। ছবিতে কাজ না করেও প্রেমিককে এ কাজে সাহায‍্য করেছেন ঐন্দ্রিলা। জুটির কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

https://www.instagram.com/tv/CUj9m5UBvuI/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, চলতি বছর পুজোতেই মুক্তি পেতে চলেছে এফআইআর। অঙ্কুশ ছাড়াও ছবিতে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং ফালাক রশিদ রায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ‍্যায়।

X