শাশুড়িমার সঙ্গে লুডো বা হবু স্ত্রীয়ের হাতের কেক, একত্রে লকডাউন যাপন অঙ্কুশ-ঐন্দ্রিলার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অঙ্কুশ (ankush hazra) ও ঐন্দ্রিলার (oindrila sen) প্রেমের কথা এখন আর কারওরই অজানা নয়। একসঙ্গে ঘুরতে যাচ্ছেন দুজনে, সময় কাটাচ্ছেন। খুব শীঘ্রই দুজনে বিয়ের পিঁড়িতে বসবেন বলেও জানা গিয়েছে। কিন্তু মাঝখানে বাদ সাধল করোনা। লকডাউনের জন‍্য বিয়েতে আপাতত বাধা পড়লেও তাতে খুব বেশি ভেঙে পড়েননি দুজনের কেউই। কারন লকডাউনেও একই ছাদের তলায় রয়েছেন অঙ্কুশ ঐন্দ্রিলা।

অঙ্কুশের বাড়িতেই গত দুমাস যাবত অর্থাৎ লকডাউনের শুরুর সময় থেকে আটকে রয়েছেন ঐন্দ্রিলা। লকডাউন ঘোষনার দিন মায়ের সঙ্গে এ বাড়িতেই ছিলেন তিনি। তারপর ফেরার কথা বললেও আটকে দিয়েছেন অঙ্কুশের বাবা মা। অগত‍্যা বিয়ের আগেই একসঙ্গে থাকার ট্রায়াল নিয়ছ নিচ্ছেন তাঁরা।
একটু অসুবিধা হলেও দিব‍্যি মানিয়ে নিয়েছেন ঐন্দ্রিলা। রান্নাঘরের টুকিটাকি কাজ আর ওয়েব সিরিজ দেখে কেটে যাচ্ছে তাঁর সময়। অঙ্কুশের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় ওয়েব সিরিজগুলি গুলে খাচ্ছেন তিনি। সেই সঙ্গে পোষ‍্যদের নিয়ে বিকেলে একটু হাঁটাহাঁটি তো আছেই।

https://www.instagram.com/p/B_X_tc2FxNQ/?igshid=1etv4l7g14yck

সন্ধ‍্যে হলেই দুই পরিবারের মধ‍্যে বসছে জমিয়ে লুডোর লড়াই। এই প্রসঙ্গে অঙ্কুশ জানান, লুডোর মধ‍্যে দিয়ে হবু শাশুড়িমার সঙ্গে সম্পর্কটা অনেক সহজ হয়েছে। অনেক সহজ ভাবে মিশতে পারছেন এখন। আর ঐন্দ্রিলা তো প্রথম থেকেই ঘরের মেয়ের মতোই হয়ে গিয়েছেন।
তা লকডাউনে অঙ্কুশকে কি রেঁধে খাওয়ালেন ঐন্দ্রিলা? উত্তরে অভিনেত্রী জানান, ডিম খেতে খুব ভালবাসেন অঙ্কুশ। তাই একদিন এগ হোয়াইটের পোচ করে একটা রান্না করেছিলেন তিনি। খুব পছন্দও করেছিলেন অঙ্কুশ। এছাড়া কেক তো মাঝে মাঝেই বানানো চলছে।

https://www.instagram.com/p/CAFySebBxl5/?igshid=tl340ckjpx01

তবে লকডাউনে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় একটু চিন্তাতেও রয়েছেন ঐন্দ্রিলা। এখন সাধ‍্যমতো সাহায‍্য করছেন বিপদে পড়া সহকর্মীদের। কিন্তু তা কতদিন করতে পারবেন সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তবে সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশের কেস জন্ডিস। তাই ভরসা এখনও পুরো হারিয়ে যায়নি বলেই জানাচ্ছেন অঙ্কুশ।

X