জন্মদিনে অভিনব উপহার, বিছানায় ফেলে ঐন্দ্রিলাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন অঙ্কুশ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একদিকে যখন একের পর এক তারকার সম্পর্ক, বিয়ে ভাঙার খবর আসছে তখন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ভালবাসার বয়স বাড়িয়ে চলেছেন। দেখতে দেখতে ১১ বছর কাটিয়ে দিলেন দুজনে। বৃহস্পতিবার ঐন্দ্রিলার জন্মদিনে (Birthday) প্রেমিকার জন‍্য এক দারুন সারপ্রাইজ পরিকল্পনা করে রেখেছিলেন অভিনেতা।

একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। সেখানে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরে বিছানায় বসে রয়েছেন তিনি। আর দুলতে দুলতে গাইছেন ‘হ‍্যাপি বার্থডে টু ইউ’। হঠাৎ করেই ঐন্দ্রিলাকে ‘গোরিলা’ বলে ডেকে ওঠেন তিনি। শুনেই তো অভিনেত্রীর চোখ ছানাবড়া।


সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিয়ে প্রেমিকাকে বিছানায় ফেলে চুমুতে চুমুতে ভরিয়ে দেন অঙ্কুশ। এদিকে ঐন্দ্রিলার তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। চুমুর অত‍্যাচারে কাঁদো কাঁদো মুখ তাঁর। মজার ভিডিওতে আরো মজার ক‍্যাপশন দিয়েছেন অঙ্কুশ। সম্পর্কের ১১ বছ‍র হয়ে গেলে এমন পরিস্থিতিই হয়, মন্তব‍্য অভিনেতার।


দীর্ঘ ১১ বছর ধরে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। এর আগে বিয়ের প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, এখনি এখনি না করলেও যখনি করবেন সম্পূর্ণ বাঙালি রীতিতেই বিয়ে করবেন। তবুও প্রিয় জুটির নতুন সফরের খবর জানতে উৎসুক হয়ে রয়েছে অনুরাগীরা।

https://www.instagram.com/reel/Cbvg_dGsg3C/?utm_medium=copy_link


শেষবার ‘এফআইআর’ ছবিতে দেখা গিয়েছিল অঙ্কুশকে। আগামীতে দুটি ছবি রয়েছে তাঁর হাতে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি নিয়ে আসছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। নাম ‘লাভ ম‍্যারেজ’। তাঁরা ছাড়াও ছবিতে থাকছেন অপরাজিতা আঢ‍্য ও রঞ্জিত মল্লিক। এছাড়াও ‘শিকারপুর’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করবেন অঙ্কুশ।

X