প্রেম দিবসে ভোলবদল অঙ্কুশের, ঐন্দ্রিলার বদলে শ্রাবন্তীকে করতে চাইলেন বিয়ে

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় কান পাতলি শোনা যায় অঙ্কুশ (Ankush Haazra) -ঐন্দ্রিলার (Oindrila Sen) প্রেম কাহিনী। দীর্ঘ ১২ বছর ধরে একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। তবে চলতি মাসের ১১ তারিখ অভিনেতা জানিয়েছিলেন বিয়েটা আর হচ্ছে না তাঁদের। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানান গুঞ্জন।

এতদিন প্রেমের সম্পর্কে থাকা সত্ত্বেও কেন বিয়ে করতে চাইছে না অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেই প্রশ্নই ঘুরতে থাকে ভক্তদের মনে। যদিও খোলসা করে কোন কিছুই বলেননি অভিনেতা। কেবলমাত্র তিনি জানিয়েছিলেন বিশেষ এক কারণে বিয়ের পিঁড়িতে বসা হচ্ছেনা তাঁদের।

Ankush & Oindrila

আর এবার প্রেম দিবসে একেবারে অন্যরকম মন্তব্য করে বসলেন অঙ্কুশ হাজরা। ঐন্দ্রিলা নয় বরং শ্রাবন্তীকে বিয়ে করতে চাইলেন তিনি। প্রেমিকের এহেন কথা শুনে একেবারে রেগে লাল ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অঙ্কুশকে জিজ্ঞাসা করেছিলেন,’বিয়েটা কবে করছিস’? হতাশ হয়ে অভিনেতা উত্তর দেন,’সকলে একটাই প্রশ্ন করছে। লজ্জায় আমি কাউকে কিছুই বলতে পারছি না’। এরপরই অভিনেতার মন্তব্য,’শ্রাবন্তী চাইলে আমাকে বিয়ে করতে পারে। আমার কোনও সমস্যা নেই’। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও অনুরাগীদের উদ্দেশ্যে পোস্ট করেছেন অভিনেতা নিজেই।

তবে কেবলমাত্র শ্রাবন্তী নয়। অঙ্কুশ-ঐন্দ্রিলাকে বিয়ে নিয়ে একাধিকবার খোঁচা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় সহ অনেকেই। তবে কেন তারা বিয়ে করছেন না সে বিষয় নিয়ে কাউকে জবাব দেননি টলিপাড়ার এই পপুলার জুটি।

additiya

সম্পর্কিত খবর