আইসল‍্যান্ডে রুক্মিনীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন দেব, হিংসেয় জ্বলছেন অঙ্কুশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দেবের (dev) উপরে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছেন অঙ্কুশ হাজরা (ankush hazra)। ঈর্ষা এতটাই সোশ‍্যাল মিডিয়ায় তার প্রতিফলনও দেখিয়েছেন তিনি। কোনো রকম রাখঢাক না করেই জানিয়েছেন দেবের উপরে হিংসা হচ্ছে তাঁর। অঙ্কুশের দুরবস্থা দেখে যদিও হাসতে ব‍্যস্ত নেটনাগরিকরা।

কিন্তু হঠাৎ এত হিংসের কারণ কী? নিজের পোস্টেই তার উত্তর দিয়েছেন অঙ্কুশ। নিজের ও দেবের দুটি ছবি কোলাজ করে শেয়ার করেছেন তিনি। কিন্তু ছবি দুটির মধ‍্যে আকাশ পাতাল পার্থক‍্য। অঙ্কুশের ছবিতে দেখা যাচ্ছে তিনি স্টুডিওতে ডাবিংয়ে ব‍্যস্ত। অপরদিকে দেবের ছবিতে অন‍্য দৃশ‍্য। বিদেশের মাটিতে শীত পোশাক পরে পোজ দিয়েছেন দেব। ছুটির মেজাজে ‘চ‍্যাম্প’।


ছবির ক‍্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘কেউ আইসল‍্যান্ডে মজা করছে আর কেউ কিশমিশ এর ডাবিং করছে’। সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লেখা ‘কিশমিশ’ ও ‘হাইট অফ জেলাসি’। মোদ্দা কথায়, দেব আইসল‍্যান্ডে ঘুরতে ব‍্যস্ত আর অঙ্কুশকে কলকাতায় বসে ডাবিং করতে হচ্ছে। এতেই হিংসেয় জ্বলছেন তিনি। আর তা স্বীকার করতেও কোনো অসুবিধা নেই অঙ্কুশের।

কমেন্ট বক্সে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা। একজন প্রশ্ন করেছেন, ‘হিংসে হয়? দেবদার মতো হতে চাও?’ উত্তরে আবার আরেকজন অঙ্কুশেথ পক্ষ নিয়ে বলেছেন, এমনটা বলতে চাননি তিনি। দেব অঙ্কুশ দুজনেই খুব ভাল বন্ধু। আর অন‍্যরা অঙ্কুশের হিংসা দেখে হাসতেই ব‍্যস্ত।

https://www.instagram.com/p/CVzVM2FhbFC/?utm_medium=copy_link

পুজোয় দেবের ‘গোলন্দাজ’, ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এবং রুক্মিনীর বলিউড ডেবিউ ‘সনক’ এর সাফল‍্য উদযাপন করতেই আইসল‍্যান্ডে পাড়ি দুজনের। শোনা যাচ্ছে, ২৮ অক্টোবর আইসল‍্যান্ডের উদ্দেশে পাড়ি দিয়েছেন দেব রুক্মিনী। দুজনে একসঙ্গে ছবি শেয়ার না করলেও তাঁদের ছবির লোকেশন দেখে স্পষ্ট একসঙ্গেই রয়েছেন তাঁরা।

বড়দিনেই মুক্তি পাওয়ার কথা দেব রুক্মিনীর আগামী ছবি ‘কিশমিশ’। নিজেদের অংশের শুটিং টুকু মোটামুটি শেষ করেই ঘুরতে গিয়েছেন তাঁরা। ছবিতে ক‍্যামিও চরিত্রে রয়েছেন অঙ্কুশও। তাই তাঁর ডাবিং চলছে এখন।

সম্পর্কিত খবর

X