‘এই ভাবনাটা যেন ভেঙে চুরমার না হয়ে যায়’, নির্যাতিতার বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন অঙ্কুশ

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ড নিয়ে এবার সরব অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। হাসপাতালে ওই পাশবিক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এক মাস অতিক্রান্ত। মিছিল, জমায়েতে বিরাম নেই। তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে প্রায় প্রতিদিন রাস্তায় জড়ো হচ্ছেন সব শ্রেণির মানুষ। সকলের একটাই দাবি, ‘জাস্টিস’। এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এক মাস হয়ে গিয়েছে। এবার ‘উৎসবে’ ফিরতে। আরজিকর ইস্যু নিয়ে মুখ খুললেন অঙ্কুশ (Ankush Hazra)।

নির্যাতিতার বাবা মায়ের পাশে অঙ্কুশ (Ankush Hazra)

বিগত প্রায় এক বছর ধরে ন্যায় বিচারের দাবিতে লাগাতার প্রতিবাদ মিছিল, জমায়েতের আয়োজন করা হচ্ছে জুনিয়র ডাক্তার সহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষদের তরফে। এমনি কিছু জমায়েতে সম্প্রতি অংশ নিতে দেখা যায় নির্যাতিতার বাবা মাকে। সংবাদ মাধ্যমকে তাঁর বাবা মা জানিয়েছিলেন, নিজেদের একমাত্র মেয়েকে তাঁরা হারিয়েছেন। কিন্তু এই আন্দোলনে তাঁরা হাজার হাজার ছেলেমেয়েকে পেয়েছেন। তিলোত্তমার বাবা মায়ের পাশে দাঁড়িয়েই একটি পোস্ট করেছেন অঙ্কুশ (Ankush Hazra )

আরো পড়ুন : কিনবেন না নতুন জামা, অন্য রকম পুজোয় মা দুর্গার কাছে কী প্রার্থনা করলেন স্বস্তিকা!

সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেতা

সোশ্যাল মিডিয়া পোস্টে অঙ্কুশ (Ankush Hazra) লিখেছেন, ‘আর ভালো লাগছে না। মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ব বোধ করব না ঘৃণা বোধ বুঝতে পারছি না। মেয়েটির মা বাবা বলেছেন ওনারা একটি মেয়ে হারিয়েছেন কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে পেয়েছেন। এই ভাবনা টি যেন ভেঙে চুরমার না হয়ে যায়।’

আরো পড়ুন : মুখ্যমন্ত্রী বলছেন ‘উৎসবে’ ফিরতে, ন্যায়বিচার চাইতে আজমেঢ় শরীফে শ্রাবন্তী-তনুশ্রী

এর আগেও একবার নেটদুনিয়ায় মুখ খুলেছিলেন অঙ্কুশ (Ankush Hazra)। ১৪ অগাস্ট ছিল প্রথম রাত দখলের কর্মসূচি। এদিনই একটি পোস্টে অভিনেতা লেখেন, ‘আশা করব সমাজ এমন জায়গায় না চলে যায় যে, এক সময় মানুষ হয়ে জন্মানোর জন্য ঘৃণা বোধ হোক। দ্রুত সুবিচারের আশা রাখলাম। মনে রাখবেন, যে কোনো মানুষ নিজেকে তখনই প্রভাবশালী তখনি মনে করেন, যখন সামনের মানুষটি দুর্বল হয়ে পড়েন। তাই আর দুর্বল হব না আমরা। আর লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে, তাদের থেকে বেশি শক্তিশালী ও প্রভাবশালী যে আর কেউ হয় না সেটা দেখানোর সময় এসে গিয়েছে।’

Ankush Hazra

অঙ্কুশ একা নন। তিলোত্তমার জন্য ‘জাস্টিস’ চেয়ে পথে নেমেছিলেন তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। টলিপাড়ার প্রতিবাদ মিছিলে আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর