বিচারক থেকে সঞ্চালক, কাঞ্চন মল্লিকের কাজ কেড়ে নেওয়ার জোগাড় করেছেন অঙ্কুশ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ডান্স বাংলা ডান্স জুনিয়রের বিচারক ছিলেন একসময়। সেখান থেকে এবারের ডান্স বাংলা ডান্সের (dance bangla dance) সঞ্চালক পদে চলে এলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (ankush hazra)। প্রথমে নাক সিঁটকেছিলেন অনেকেই। তারাই এখন অঙ্কুশের কামাল দেখে হতবাক। শোয়ের প্রাণ হয়ে উঠেছেন সঞ্চালক অভিনেতা।

অঙ্কুশের কথায়, যেকোনো রিয়েলিটি শোয়ের টিআরপি বাড়ানোর দায় যে শুধু প্রতিযোগীদের তা তিনি মনে করেন না। দায়িত্ব সঞ্চালকের উপরেও কিছুটা বর্তায়। বলিঈডের শাহরুখ খান, রণবীর সিং থেকে টলিউডের যিশু সেনগুপ্তকে দেখে অনুপ্রেরণা নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। আর প্রথম বলেই ছক্কা। শুরুর ৬.৪ টিআরপি এখন দাঁড়িয়ে ৭.৪এ।


প্রতিযোগীদের পারফরম‍্যান্সের পাশাপাশি অঙ্কুশের সঞ্চালনা দেখতেও এখন সাড়ে নটায় জি বাংলায় ঘুরে যা টিভির রিমোট। ভরপুর বিনোদনের যোগান দেন অভিনেতা। বিচারক শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের সঙ্গে খুনসুটি থেকে সহ সঞ্চালক বিক্রম চট্টোপাধ‍্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে কমেডি সবেতেই হিট অঙ্কুশ‌।

জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বিক্রমের আশঙ্কা, “অঙ্কুশ যে ভাবে মঞ্চ কাঁপাচ্ছে তাতে কাঞ্চনদার কাজ না কমে যায়”। এই বিষয়ে কী মত অঙ্কুশের? তিনি জানালেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসুদের নিজের গুরু মনে করেন তিনি। এঁরা বাংলা টেলিভিশনে সঞ্চালনাকে এক নতুন দিশা দেখিয়েছেন। উপরন্তু অঙ্কুশের সঞ্চালনা দেখে নাকি কাঞ্চন নিজে ফোন করে প্রশংসা করেছেন।

প্রশংসা করেছেন অভিনেতা দেবও। তিনি নিজেও স্টার জলসার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’এর বিচারকের আসনে রয়েছেন। দুই চ‍্যানেলের শোয়ের সম্প্রচারণ সময়ও এক। স্বাভাবিক ভাবেই টক্কর তো হবেই। তবে টিআরপি তালিকা বলছে এগিয়ে কিন্তু রয়েছে জি বাংলাই। আর তার জন‍্য কৃতিত্বের অংশীদার কিন্তু অঙ্কুশও।

সম্পর্কিত খবর

X