‘পকেটমার’ রূপার হাত ধরেই টলিউডে প্রবেশ অঙ্কুশের! নেটিজেনদের খোঁচা, ‘রতনে রতন চেনে’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী কেন পকেটমার? নাহ, এ আর কোনো ছবির নাম নয়, বরং বাস্তবেই সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে। গত শনিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair) থেকে গ্রেফতার করা হয়েছে টলিউড ও বলিউডের নামী অভিনেত্রী রূপা দত্তকে (Rupa Dutta)। বইমেলায় লোকের পকেট মারার অভিযোগে গ্রেফতার হন তিনি। আপাতত জেল হেফাজতেই স্থান হয়েছে রূপার।

পুলিসের হাতে ধরা পড়ে নিজেকে অভিনেত্রী বলে পরিচয় দিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন টলিউডের একাধিক ছবি এবং বলিউডে কয়েকটি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন রূপা। এবার জানা গেল, অঙ্কুশ হাজরার (Ankush Hazra) অভিনয় জীবনে পদার্পণ কিন্তু এই রূপা দত্তের হাত ধরেই।


টলিউডে অঙ্কুশের প্রথম ছবি ‘কেল্লাফতে’। সেখানে তাঁর বিপরীতে ছিলেন রূপা। এতদিনে সে কথা ভুলতে বসেছিল প্রায় সকলেই। কিন্তু এমন অনভিপ্রেত ঘটনায় রূপার নামটা আবারো সংবাদ শিরোনামে। আর কাণ্ড দেখেই চোখ কপালে অঙ্কুশের। ডেবিউ ছবির অভিনেত্রী কিনা পকেটমার!

কেল্লাফতে ছবির একটি গানের ভিডিও শেয়ার করে বিষয়টাতে প্রতিক্রিয়া দেন অঙ্কুশ। তিনি লিখেছেন, প্রথম ছবির সময়ে মানিব‍্যাগে রাখার মতো টাকাই ছিল না তাঁর কাছে। ভাগ‍্যিস! হ‍্যাশট‍্যাগ দিয়ে ‘থ‍্যাঙ্ক গড’ও লিখেছেন অভিনেতা। কমেন্টে অঙ্কুশের প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লিখেছেন, তখন অঙ্কুশ আর বিক্রম মিলে তাঁর পকেট মারতেন।

https://www.instagram.com/reel/CbE-9huPTSA/?utm_medium=copy_link

বিচিত্র সব মন্তব‍্য করেছেন নেটনাগরিকরা, কারোর কটাক্ষ রতনে রতন চেনে। আবার কারোর প্রশ্ন, তোমার প্রথম নায়িকা পকেটমার? একজন অবশ‍্য লিখেছেন, এভাবে অপমান না করতে চলত না? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যে জন‍্য ওই অভিনেত্রী এই ধরনের কাজ করেছেন।


গত শনিবার মেলায় টহল দেওয়ার সময় পুলিসের চোখে পড়ে চোখে পড়ে, এক মহিলা একটি মানিব‍্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সন্দেহ হতে ওই মহিলাকে বাধা দেন পুলিস কর্মীরা। হঠাৎ একটি মানিব‍্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন কেন তিনি, প্রশ্ন করা হয় মহিলাকে। কোনো যুতসই উত্ত‍র দিতে না পারায় মহিলার ব‍্যাগ তল্লাশি করে পুলিস কর্মীরা।


দেখা যায়, তাঁর ব‍্যাগে একাধিক মানিব‍্যাগ রয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর টাকাও। এরপরেই মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ করা হতেই মুখ খুলতে বাধ‍্য হন ওই মহিলা। নিজের পরিচয় তিনি দেন রূপা দত্ত নামে।


পেশায় বলিউডের একজন অভিনেত্রী তিনি। বেশ কয়েকটি হিন্দি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি টলিউডে কয়েকটি ছবিতেও কাজ করেছেন রূপা। ‘সাথী’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দি ইন্ডাস্ক্রিতে ‘জয় মা বৈষ্ণোদেবী’ সিরিয়ালে তাঁর অভিনয় বেশ জনপ্রিয় হয়েছিল।

পুলিসের কাছে রূপা স্বীকার করেছেন, এর আগেও নানান জনবহুল অনুষ্ঠান, মেলায় গিয়ে পকেটমারির কাজ করেছেন তিনি। বইমেলায় এতদিনে ৭৫ হাজার টাকা কেপমারি করেছেন রূপা। সেই টাকার পাশাপাশি একটি ডায়েরিও উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। সেখানে পকেটমারির হিসাব লিখে রাখতেন রূপা। আগামী ১৭ মার্চ পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সম্পর্কিত খবর

X