হাজার টাকার লেবুর শরবত দেখে চোখ ছানাবড়া অঙ্কুশের, ‘মা’ বলে কেঁদে ভাসালেন অভিনেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)। টলিউডের এই মিষ্টি তারকা জুটি সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন। কিছুদিন আগেই নতুন সংসারের জন‍্য এক ঝাঁ চকচকে নতুন ফ্ল‍্যাট কিনেছিলেন অঙ্কুশ। হবু স্ত্রীকে নিয়ে ঘুরে এসেছেন ভ‍্যাকেশন থেকেও।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা জুটির ছবি ম‍্যাজিক। আর হাওয়ায় একটু গরম ভাব পড়তেই ফের একবার ঐন্দ্রিলাকে নিয়ে প্রি হানিমুনে পাড়ি দিয়েছেন অঙ্কুশ। এবার গন্তব‍্য মালদ্বীপ। মালদ্বীপ পৌঁছেই হোটেলে নিজেদের বেডরুম থেকে বাইরের নৈসর্গিক দৃশ‍্য সমস্তটাই ভিডিওর মাধ‍্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা।


আর এবারে আরো একটি ছবি ভাইরাল হয়েছেন অঙ্কুশের। হাতে লেবুর শরবতের গ্লাস ধরে চোখ ছানাবড়া করে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে অঙ্কুশকে। ব‍্যাপারটা কি? ক‍্যাপশনে নিজেই সমস্তটা খোলসা করেছেন অঙ্কুশ। তিনি লিখেছেন, ‘এক গ্লাস লেবুর শরবতের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ টাকা। বিল আসতেই জানতে পারলাম। ভেতরে লুকিয়ে থাকা হীরেটাকে খুঁজছি। জানিনা কেন আমার মা কে খুব মনে পড়ছে। মা ওমাগোওওও’।

https://www.instagram.com/p/CMuMCUIHgBr/?igshid=zinmlqeznoyf

https://www.instagram.com/p/CMubmF6srLU/?igshid=1t2drnuvf97md

কমেন্টে হাসির ঢল নেমেছে নেটিজেনদের। কমেন্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও মিমি চক্রবর্তী। শুভশ্রী অঙ্কুশকে ‘কিপটে’ বলেছেন। উত্তরে অভিনেতা বলেছেন, এই লেবুর শরবতটা আম্বানিও কিনতো না। অপরদিকে মিমি লেখেন, ‘নাটক’।

https://www.instagram.com/p/CMw9xwpM874/?igshid=1ejxm9fxhzfv

শোনা যাচ্ছে, তাড়াতাড়িই এবার নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর বসাতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে তাঁদের বিয়ে নিয়ে এখনো কোনো খবর প্রকাশ‍্যে না এলেও সম্প্রতি শোনা যায় এক দারুন সুখবর। নতুন গাড়ির পর এবার নতুন বাড়িও কিনে ফেলেছেন অঙ্কুশ।

https://www.instagram.com/p/CMw_YAMswCR/?igshid=172o4qd67g4c1

জানা গিয়েছে, মুকুন্দপুরের কাছে Utalika Complex এ নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অঙ্কুশ। এখনো পুরোপুরি তৈরি হয়নি এই কমপ্লেক্স। ইতিমধ‍্যেই গিয়ে একদিন নতুন অ্যাপার্টমেন্টের কাজ দেখে এসেছেন অভিনেতা। কাজ সম্পূর্ণ হলেই সেখানে থাকা শুরু করবেন অভিনেতা।

https://www.instagram.com/p/CMuIdawl9v1/?igshid=uprl7raoduel

শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তার আগেই সম্ভবত নতুন বাড়িতে চলে যাবেন অঙ্কুশ। বিয়ের আগে ঐন্দ্রিলাকে এটাই উপহার অঙ্কুশের।১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ম‍্যাজিক। এই ছবির মাধ‍্যমেই বড়পর্দায় পা রেখেছেন ঐন্দ্রিলা। বিপরীতে রয়েছেন অঙ্কুশ।

সম্পর্কিত খবর

X