বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে ট্রোল (Troll) সংষ্কৃতিই যেন অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। নেটমাধ্যমে দেদারে চলছে ব্যক্তিগত আক্রমণ। তারকা থেকে সাধারণ মানুষ কেউই বাদ যাচ্ছে না কটাক্ষ, সমালোচনা থেকে। বিশেষ করে তারকাদের কাছে নিত্যদিনের কাজের সঙ্গে আপনাআপনিই যুক্ত হয়ে যাচ্ছে ট্রোলিং। সম্প্রতি নেটপাড়ার বাসিন্দাদের নিশানায় এলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।
প্রাণখোলা মেজাজের মানুষ অঙ্কুশ। তারকাসুলভ গাম্ভীর্যের বাইরে বেরিয়ে নেটপাড়ায় লোক হাসাতে বেশ পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা কিছু কিছু ছবি, ভিডিও দেখে ওঠে হাসির রোল। তবে এই গুণের জন্য প্রশংসার পাশাপাশি হাসির পাত্রও হতে হয় অঙ্কুশকে। এবার তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শুরু হয়েছে খিল্লি।
কয়েক মাস আগে ঐন্দ্রিলা সেনের সঙ্গে আইসল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ। মাঝে মাঝে ইনস্টাগ্রামে ভ্যাকেশনের ছবি, ভিডিও শেয়ার করছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। বরফগলা লেকের উপরে নৌকাবিহার করতে করতে ভিডিওটি তুলেছেন তিনি। তবে ভিডিও নয়, নেটিজেনদের নজর কেড়েছে পোস্টের ক্যাপশন।
অঙ্কুশ লিখেছেন, ‘আমি চিরদিনই বিজ্ঞানী হতে চেয়েছিলাম। আমার মার্কশিট বাদে সকলেই আমাকে সমর্থন করেছিল। এটা আমার ক্ষতি নয়, বিশ্বের ক্ষতি। যাই হোক, রবিবার সবার ভাল কাটুক’। ক্যাপশন লেখার ধরণ দেখেই বোঝা গিয়েছে যে বিষয়টা মজা করেই লিখেছেন তিনি। কিন্তু তাতেও বন্ধ হয়নি ট্রোল।
একজন লিখেছেন, ‘মার্কশিটটা সাপোর্ট করলে আজ তুমি ইসরোতে থাকতে, সবই কপাল’। আরেকজন লিখেছেন, অঙ্কুশের আত্মবিশ্বাসের লেভেল নাকি ১০০০ শতাংশ। তবে ট্রোল, সমালোচনা হলেও কোনো মন্তব্যেরই উত্তর দেননি অঙ্কুশ।