বাংলাহান্ট ডেস্ক: আজ, ৯ মে আন্তর্জাতিক মাতৃ দিবস (mothers day)। গোটা বিশ্বের সঙ্গে ভারতও উদযাপন করছে মায়েদের জন্য এই বিশেষ দিন। মায়েদের কাছে যেমন সবথেকে বড় উপহার তার সন্তান তেমনি সন্তানের কাছেও মায়ের সান্নিধ্যটাই সবথেকে বড় আর সুন্দর উপহার। এই মাদার্স ডে তে সেই উপহারটাই আবার পেলেন অঙ্কুশ হাজরা (ankush hazra)।
দীর্ঘদিন ২০ দিন ধরে করোনার সঙ্গে যুদ্ধ করে অবশেষে বাড়ি ফিরেছেন অঙ্কুশের মা। আটদিন মরণপন লড়াই করেছেন তিনি ভাইরাসের বিরুদ্ধে। মাদার্স ডে মায়ের সুস্থতাটাই অঙ্কুশের কাছে সবথেকে বড় উপহার হয়ে উঠেছে। এদিন মায়ের কোলে শুয়ে ছবি শেয়ার করে মাদার্স ডের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।
অঙ্কুশ লিখেছেন, ‘আমার এখনো মনে আছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন মায়ের চোখের জলটা। না এটা আনন্দের অশ্রু ছিল না, এটা ওই সব চিকিৎসক ও নার্সদের জন্য ছিল যারা সবসময় তাঁর খেয়াল রেখেছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় মা ওদের বলল, “বাবু তোরা নিজেদের খেয়াল রাখিস। আমার আশীর্বাদ তোদের সাথে সবসময় রইল। তোরা ভগবান।” আটদিন আইসিইউতে, প্রায় ২০ দিন যন্ত্রণার সঙ্গে লড়াই। আর এখন আমি তাঁর কোলে। হ্যাঁ, উনি একজন করোনা যোদ্ধা।’
নিজের পোস্টে সব চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন অঙ্কুশ। তাদের ঈশ্বর বলে মন্তব্য করেছেন অভিনেতা। পাশাপাশি সবাইকে তিনি অনুরোধ করেছেন যথাযথ বিধি নিষেধ মেনে চলতে। এদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটু সাহায্য করা হবে। এই ভাইরাসকে হালকা ভাবে নিতে বারণ করেছেন অঙ্কুশ।
https://www.instagram.com/p/COpIkGerD7u/?igshid=awoo8kzxm9c4
এর আগেও মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ। আন্তর্জাতিক নারী দিবসে নিজের মা ও প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে দুটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন তিনি। তাঁর জীবনে এঁরাই সবথেকে গুরুত্বপূর্ণ দুই নারী বলে জানিয়েছিলেন অঙ্কুশ।