ঐন্দ্রিলা এখন অতীত! অন্য প্রেমিকা পটাতে ব্যস্ত অঙ্কুশ

বাংলাহান্ট ডেস্ক : একটা বা দুটো নয়। একসঙ্গে তাঁরা কাটিয়ে ফেলেছেন বারোটা বছর। শুরু থেকেই কখনও প্রেম নিয়ে লুকোছাপ রাখেননি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। টলিউড (Tollywood) জগতে তাঁরা পরিচিত ‘লাভ বার্ড’ নামেই। অথচ এত পুরনো সম্পর্কে এবার লাগলো ভাঙ্গন। শোনা যাচ্ছে, ঐন্দ্রিলাকে ভুলে অন্য এক বঙ্গ তনয়ার প্রেমে মোজেছেন অঙ্কুশ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। আর সেখানেই পরিষ্কার দেখা গেছে, বঙ্গ তনয়া পূজা বন্দ্যোপাধ্যায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অঙ্কুশ। এমনকি প্রকাশ্যে রোমান্স করতে দেখা যায় অভিনেতাকে। তবে তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি যে হঠাৎ করেই সেখানে চলে আসবেন ঐন্দ্রিলা। প্রেমিকাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন অঙ্কুশ।

Ankush-Oindrila

আসলে এই সম্পূর্ণ ঘটনাটাই ঘটেছে মজার ছলে। বাস্তবে কিন্তু পূজা এবং কুণাল বর্মার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার। এমনকি পূজার বিয়েতেও হাজির ছিলেন এই তারকা জুটি। পূজার ছোট্ট ছেলে কৃশিব আবার ঐন্দ্রিলার ভক্ত।

Ankush-Oindrila

সম্প্রতি ডান্স বাংলা ডান্স এর মঞ্চে অতিথি বিচারক হয়ে হাজির হয়েছিলেন পূজা। সেই মঞ্চে অঙ্কুশের সঙ্গে নাচ করতে দেখা যায় পূজাতে। দেখা যায় রোমান্স করতে। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করেই হাজির ঐন্দ্রিলা। প্রেমিকাকে দেখেই মাটিতে লুটিয়ে পড়লেন অঙ্কুশ। হয়ে গেলেন অজ্ঞান। অবশেষে মহাগুরু জ্ঞান ফেরালেন তার।

সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত ছবি ‘লাভ ম্যারেজ’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অপরাজিতা আঢ্য এবং রঞ্জিত মল্লিককে। আপাতত জোর কদমে সেই ছবির প্রচার সারছেন এই দুই তারকা। আর সে কারণেই ঐন্দ্রিলা হাজির হয়েছিলেন ডান্স বাংলা ডান্স মঞ্চে। এখন দেখার বক্স অফিসে ঠিক কতটা ছাপ ফেলতে পারে এই ছবি।

additiya

সম্পর্কিত খবর