বাংলাহান্ট ডেস্ক: এগারো দিন হয়ে গেল চির বিদায় নিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। গত ২৪ মার্চ, বুধবার ভোর রাতে প্রয়াত হন তিনি। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। তার মধ্যেও যথাসাধ্য চালিয়ে যাচ্ছিলেন শুটিং। কাজ করতে করতেই আরো অসুস্থ হয়ে পড়েছিলেন। নিজের বাড়িতেই স্ত্রী সংযুক্তার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক।
আজ, রবিবার আয়োজন করা হল স্বর্গীয় আভিষেক চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানের। অনুষ্ঠানের জায়গাটি ভরিয়ে দেওয়া হয়েছে রজনীগন্ধার মালায়। অভিনেতার বিভিন্ন বয়সের একাধিক ছবি সাজিয়ে রাখা হয়েছে। অনুষ্ঠান ঘরের মাঝে অভিনেতার একটি বড় আকারের সাদা কালো ছবি মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। ছবির সামনে শ্রাদ্ধের কাজকর্মের ব্যবস্থা করা হয়েছে।
এদিন টলি ও টেলিপাড়ার একাধিক চেনা পরিচিত অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন প্রয়াত অভিনেতার শেষ কাজে। উপস্থিত ছিলেন অভিষেকের দীর্ঘদিনের বন্ধু কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণি সরকার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীরা, সাদা পোশাকে প্রয়াত স্বামীর পারলৌকিক কাজ করেন স্ত্রী সংযুক্তা।
কিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল, অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর আর্থিক দুরবস্থায় ভুগছেন তাঁর স্ত্রী ও মেয়ে। সংযুক্তা বলেন, এমনো নাকি রটেছে যে ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা কেউ পাঁচ, কেউ দশ, আবার কেউ ৫০ লক্ষ টাকাও দিয়ে গিয়েছেন। প্রয়াত অভিনেতার স্ত্রী জানান, একটা সময়ে যখন সত্যিই দুর্দিন চলছিল তখন লক্ষ্মীর ভাঁড় ভেঙেও সংসার চালিয়েছেন তাঁরা। আর এখন তো যথেষ্ট সচ্ছ্বল অবস্থা। এখন হাত পাততে যাবেন! সংযুক্তা স্পষ্ট বলেন, তাঁর কাছে ব্যক্তিগত ভাবে কেউ সমবেদনাটুকুও জানাতে আসেননি।
প্রয়াত অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকেই সংযুক্তা জানিয়েছেন, অভিষেক চট্টোপাধ্যায়পাধ্যায় ইহ জগৎ থেকে বিদায় নিলেও নিজের পরিবারকে আর্থিক ভাবে সুরক্ষিত করেই গিয়েছেন। পরিবার তাঁর কাছে সবকিছু ছিল। তাঁর অবর্তমানে স্ত্রী ও মেয়ের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকটা নিশ্চিত করেই গিয়েছেন অভিষেক।