বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল (Anmol Bishnoi) আমেরিকায় পুলিশের হাতে ধরা পড়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশ তাকে আটক করেছে। এমতাবস্থায়, ভারতীয় তদন্তকারী সংস্থা ক্যালিফোর্নিয়া পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। জানিয়ে রাখি যে, NIA আনমোল বিষ্ণোইয়ের ওপর ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় লরেন্স ও আনমোল দু’জনকেই ওয়ান্টেড ঘোষণা করেছে মুম্বাই পুলিশ। এই ঘটনায় পুলিশ চার্জশিটও দিয়েছে। যেখানে অভিযুক্ত রয়েছে লরেন্স ও আনমোল।
ক্যালিফোর্নিয়ায় ধরা পড়ল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল (Anmol Bishnoi):
এদিকে, সালমানের বাড়িতে গুলি চালানোর পাশাপাশি এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যা মামলায় আনমোলের (Anmol Bishnoi) জড়িত থাকার কথাও প্রকাশ্যে আসে। আবেদনটি মহারাষ্ট্র পুলিশ MCOCA (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট)-এর অধীনে জমা দিয়েছে। যেখানে পুলিশ বলেছিল, বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে আনমোলের যুক্ত থাকার বিষয়টিতে তদন্তের প্রয়োজন রয়েছে।
আনমোল বিষ্ণোই সম্পর্কে পুলিশের দাবি: সিদ্দিকী হত্যা মামলায় একটি অডিও পেয়েছে পুলিশ। যেখানে অভিযুক্ত ও আনমোল বিষ্ণোইয়ের (Anmol Bishnoi) মধ্যে কথোপকথন হয়েছে বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, এই অডিওর সত্যতা খুঁজে বের করে সিদ্দিকী হত্যা মামলায় আনমোলের যুক্ত থাকার বিষয়টি প্রমাণ করা হবে। এদিকে, পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত আনমোল বিষ্ণোই এবং শুটার ভিকি গুপ্তার মধ্যে কলের অডিও ক্লিপ দেওয়ার নির্দেশও দিয়েছিল।
আরও পড়ুন: ম্যাচ শেষে মেসির দিকে ছোঁড়া হল বোতল! গোটা দেশের হয়ে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার
আনমোলের পরিচয় “ছোটে গুরুজি” এবং “ছোটে ডন”: আনমোল (Anmol Bishnoi) লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। লরেন্স গ্যাংয়ে তাকে বলা হয় “ছোট গুরুজি”। তার আরেক পরিচয় আছে। তার দোসররা তাকে “ছোটা ডন” বলে ডাকে। আনমোল লরেন্সের থেকে ৬ বছরের ছোট। গ্যাংস্টারের দুনিয়ায় তার মর্যাদা বেশ বড়। ২৫ বছর বয়সে সে আমেরিকা, আজারবাইজান, কানাডা, কেনিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, পর্তুগাল এবং মেক্সিকোর পাশাপাশি ভারতে ১০০০ টিরও বেশি শুটার পরিচালনা করছে।
আরও পড়ুন: আর নয় জল্পনা! CSK-তে ধোনির উত্তরসূরি হতে চলেছেন এই প্লেয়ার, নাম জানালেন আকাশ
আনমোলকে (Anmol Bishnoi) ২০২৩ সালের এপ্রিলে আমেরিকায় দেখা গিয়েছিল। পাঞ্জাবি গায়ক করণ আউজলার পার্টিতে নাচতে দেখা যায় তাকে। সেই ছবিও প্রকাশ পেয়েছিল। আনমোলের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। গায়ক সিধু মুসেওয়ালার খুনের ঘটনাতেও আনমোল পরিকল্পনা করেছিল বলে জানা গিয়েছে। আনমোল তার মামার ছেলে সচিনের সাথে মিলে মুসওয়ালাকে খুনের পরিকল্পনা করে।