কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরণ অনশন করবেন আন্না হাজারে, নামছেন কৃষক আন্দোলনের সমর্থনে

কৃষক আন্দোলনের চর্চার মধ্যে সমাজসেবী আন্না হাজারেকে নিয়ে বড়ো খবর সামনে আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী, আন্না হাজারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ শে জানুয়ারি আন্না হাজারে এই অনশন শুরু করবেন বলে জানা যাচ্ছে। উনি অভিযোগ করেছেন যে ২০১৮ সাল থেকে উনি কেন্দ্র সরকারের কাছে স্বামীনাথন আয়োগের প্রস্তাব লাগু করার জন্য অনুরোধ করেছেন। কিন্তু কেন্দ্র সরকার উনার দাবিকে কোনো তোয়াক্কা করছে না।

সরকার কৃষকদের দিকগুলো সঠিকভাবে দেখছে না, এই অভিযোগ তুলে অনশনে বসবেন আন্না হাজারে। এক মন্দিরে উনি এই অনশন শুরু করবেন। এই অনশন উনার জীবনের অন্তিম অনশন হবে বলে দাবি করেছেন তিনি। আইন তৈরির ক্ষেত্রে গণতান্ত্রিক নিয়ম মানা হচ্ছে না বলেও অভিযোগ তারা। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে চিঠি পাঠিয়েছেন আন্না হাজারে।

অন্যদিকে আন্না হাজারের এই অনশনকে আটকানোর জন্য এবং উনাকে মানাতে কেন্দ্রীয় কৈলাশ চৌধুরী অনশনস্থলে পৌঁছাবেন। অন্যদিকে দেবেন্দ্র ফরণবিষ ও গিরিশ মহাজন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাথে কথা বলে একটা ড্রাফট আন্না হাজারেকে দেবেন। আন্না হাজারে সেটাকে দেখার পর কৃষি মন্ত্রীকে দেবেন। যদি সরকার তাতে একমত হয় তাহলে আন্না হাজারে নিজের অনশন পিছিয়ে নিতে পারেন।

নতুন কৃষি আইনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে তা এখন হিংসক রূপ নিয়েছিল। লালকেল্লায় নিশান সাহেব পতাকা উত্তোলন, মহিলা পুলিশকর্মীকে মারধর করা, এক পুলিশকর্মীর উপর তরোয়াল চালিয়ে দেওয়া মতো একের পর খবর দিল্লী পুরো দেশকে চিন্তায় ফেলেছিল। এই সমস্ত হিংসক প্রদর্শনের মধ্যে এও খবর এসেছিল যে এক কৃষক ট্রাক্টর পাল্টি খাওয়ার কারনে মারা পড়েছেন।

সম্পর্কিত খবর