কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে অনশন করবেন না আন্না হাজারে, জানালেন নিজেই

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সমাজসেবক আন্না হাজারে নতুন কৃষি আইনের বিরুদ্ধে অনিশ্চিতকালীন অনশন স্থগিত করার ঘোষণা করেছেন। উনি এর আগে বলেছিলেন যে কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে শনিবার মহারাষ্ট্রে নিজের গ্রামে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসবেন। কিন্তু উনি এবার জানান যে, তিনি অনশনে বসছেন না।

আন্না হাজারে বৃহস্পতিবার জারি একটি বয়ানে বলেছিলেন যে তিনি কৃষি আইনে সংশোধন চান। সরকার নতুন কৃষি আইনে সংশোধন করার কোনও স্বদিচ্ছা দেখাচ্ছে না। হাজারে বলেন, কেন্দ্র সরকার কৃষকদের নিয়ে ভাবছে না, এই কারণে তিনি ৩০ জানুয়ারি থেকে নিজের গ্রামে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। ওনার এই ঘোষণার পর থেকে কেন্দ্র সরকারের প্রতিনিধি ওনার সাথে আলোচনায় বসে। এরপর তিনি অনশনে না বসার সিদ্ধান্ত নেন।

আন্না হাজারে নিজের সমর্থকদের কাছে আবেদন করে বলেছিলেন যে, তাঁরা যেন করোনা ভাইরাসের মহামারীর কারণে ওনার গ্রামে সবাই মিলে একত্রিত না হয়। তাঁরা যেখানে আছে, সেখান থেকেই যেন এই অনশনের সমর্থন করে। যদিও তিনি এখন নিজের সিদ্ধান্ত পাল্টেছেন।

সম্পর্কিত খবর

X