‘কর্মের ফল…’, কেজরিওয়ালের গ্রেপ্তারির পর মুখ খুললেন ‘গুরু’ আন্না হাজারে

বাংলা হান্ট ডেস্ক : একে অপরের ‘ছায়াসঙ্গী’, ‘শিষ্য’। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) উত্থানের পেছনে তার অবদান অনস্বীকার্য। তিনি অরবিন্দ কেজরিওয়ালের গুরু ‘আন্না হাজারে’ (Anna Hazare)। গতকাল রাতেই গ্রেফতার হয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বাভাবিকভাবেই দেশজুড়ে শুরু হয়েছে আলোড়ন। আর এবার প্রিয় শিষ্যর পরিণতি নিয়ে মুখ খুললেন গুরু আন্না হাজারে।

এইদিন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর মুখ খুলেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘কেজরিওয়াল নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন।’ আন্না হাজারে আরও জানিয়েছেন, ‘আমি খুবই দুঃখিত যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি একসময় আমার সঙ্গে কাজ করেছিলেন, তিনি মদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন৷ এখন তিনি নিজেই মদের নীতি তৈরি করছেন।’

আজ থেকে প্রায় এক দশক আগে দিল্লীর তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তার সেই প্রতিবাদের সমর্থনে রাস্তায় অনশনে বসেছিলেন আন্না হাজারেও। তার দাবি ছিল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক নথী রয়েছে তার হাতে। আন্না হাজারের ছায়া তলে থাকার সুবাদে জনমানসে বৈধতা পেয়ে যায় কেজরিওয়ালের আন্দোলন।

আরও পড়ুন : শূন্য পেলেও পাশ! বিরাট বদল আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

যদিও গোল বাঁধে যখন আন্না হাজারে আর কেজরিওয়ালের পথ আলাদা হয়ে যায়। একদিকে আন্না হাজারের দাবি ছিল, তার আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ওদিকে কেজরিওয়াল সরাসরি রাজনীতিতে যোগ নাম লেখান। অল্প সময়ের মধ্যেই ক্ষমতাও আসে তার হাতে। আর আজ সেই কেজরিওয়ালই আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার। গুরু আন্না হাজারের কথায়, ‘ক্ষমতার লোভই কেজরিওয়ালকে দিয়ে ‘নীতি বিরুদ্ধ’ কাজ করাচ্ছে।’

আরও পড়ুন : বাড়িতে ৯৭ লাখি পর্দা, ৩ কোটির মার্বেল! আম আদমি কেজরিওয়ালের সম্পত্তি জেনে আঁতকে উঠবেন

image 20240322 170357 0000

এখানে বলে রাখা ভালো, কেজরিওয়াল ছাড়াও গ্রেফতার হয়েছেন, বিজয় নায়ার, অভিষেক বোইনপল্লি, সমীর মহেন্দ্রু, পি শরৎ চন্দ্র, বিনয় বাবু, অমিত অরোরা, গৌতম মালহোত্রা, রাঘব মাঙ্গুতা, রাজেশ জোশি, আমান ধল, অরুণ পিল্লাই, মনীশ সিসোদিয়া, দীনেশ অরোরা, সঞ্জয় সিং। এদিকে কেজরিওয়াল গ্রেফতার হতেই তার জামিনের দাবিতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা। তবে শুনানি শুরু হওয়ার আগেই তা প্রত্যাহার করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, জামিনের আবেদন তারা নিম্ন আদালতে করবেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর