বাংলা হান্ট ডেস্ক: কৃষি আইনের বিরুদ্ধে আজ ভারত বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা। সেই বন্ধকে সমর্থন করেছে প্রায় সকল বিরোধী দলই। এবার ভারত বন্ধের সমর্থন করলেন গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে (Anna Hazare)। সেই কারণে আজ সারাদিন অনশনে বসেছেন তিনি। পাশাপাশি তিনি কৃষকদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন যাতে সরকার চাপে পড়ে এই আইনগুলি বাতিল করতে বাধ্য হয়।
এক বার্তায় আন্না জানিয়েছেন, ‘আমি আজ সকল দেশবাসীর কাছে একটি আবেদন করছি। দিল্লিতে কৃষকরা যে বিক্ষোভ করছেন, তা সারা দেশে আপনারা ছড়িয়ে দিন, যাতে সরকারের ওপর চাপ সৃষ্টি হয়। কৃষকরা অসহায় হয়েই রাস্তায় নেবে ধর্না করছেন। কিন্তু তারা কোনও হিংসার আশ্রয় নেননি।’ মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধি গ্রামে এই অনশন করছেন আন্না।
এর পাশাপাশি এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইসেস’কে স্বায়ত্বশাসন দেওয়ার ব্যপারেও আবার সওয়াল করেন আন্না হাজারে। তিনি জানান, সিএসিপি’কে স্বায়ত্বশাসন না দেওয়া ও স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর না হলে সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলন আরও তীব্রতর হবে। আন্না বলেন, ‘এই সরকার শুধু আশ্বাসই দেয়। কোনও দাবি তারা পূরণ করে না।’