এবার সরাসরি মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলেন আন্না হাজারে

বাংলা হান্ট ডেস্ক: কৃষি বিল নিয়ে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে (Anna Hazare)। তিনি সাফ জানালেন, কৃষকদের দাবি পূরণ না হলে দেশে আরও বড় গণ-আন্দোলন হবে। এছাড়া তিনি বলেন, লোকপাল আন্দোলনের [Lokpal Movement] সময়ও কংগ্রেস সরকার কেঁপে গিয়েছিল। কৃষকদের এই আন্দোলনও একই পথে চলছে।

গত কয়েকমাস ধরেই পঞ্জাব ও হরিয়ানায় নতুন কৃষি আইনের বিরোধিতা করছেন কৃষকরা। গত দুই সপ্তাহ ধরে দিল্লি সীমান্তেই সেই আন্দোলন করছেন লাখ-লাখ কৃষক। সেই আন্দোলনকে সমর্থন করে আন্না বলেন, কৃষকদের সহমতি ছাড়া দেশে কোনও কৃষি আইন লাগু হওয়া উচিত নয়। আমাদের দেশ কৃষির উপর প্রভুতভাবে নির্ভরশীল। কেন্দ্রের নতুন আইন কৃষকদের বিরোধী। সেই কারণেই ওনারা আন্দোলন করছেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর এই ইস্যুতে সারা ভারত বন্‌ধের ডাক দিয়েছিলেন কৃষকরা। সেই বন্‌ধকে সমর্থন করে সারাদিন অনশন করেছিলেন তিনি। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধি গ্রামে এই অনশন করেন আন্না।

পাশাপাশি এক বার্তায় আন্না জানান, ‘আমি সকল দেশবাসীর কাছে একটি আবেদন করছি। দিল্লিতে কৃষকরা যে বিক্ষোভ করছেন, তা সারা দেশে আপনারা ছড়িয়ে দিন, যাতে সরকারের ওপর চাপ সৃষ্টি হয়। কৃষকরা অসহায় হয়েই রাস্তায় নেবে ধর্না করছেন। কিন্তু তারা কোনও হিংসার আশ্রয় নেননি।’

সম্পর্কিত খবর