ICC T-20 ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলো রোহিতের ভারত, অনেক পিছিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছরের শেষ থেকে আইপিএল ২০২২ আরম্ভের আগে অবধি বেশ কয়েকটি টি টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। এই সিরিজগুলিতে রোহিত শর্মার নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে মেন-ইন-ব্লু। এবার তার ফলও পাওয়া। একটিও ম্যাচে না হেরে সবকটি টি টোয়েন্টি সিরিজ জয়ের সুবাদে আইসিসি টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন রোহিত শর্মারা।

রোহিতের অধিনায়কত্বে ২০২১-এর শেষদিকে নিউজিল্যান্ড এবং তারপর চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে একটিও ম্যাচে না হেরে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। যার ফলে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। এই মুহূর্তে টি টোয়েন্টির তালিকায় ভারতের পয়েন্ট ২৭০।

ইংল্যান্ডের পরে তিন, চার এবং পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তাদের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ২৬১, ২৫৩ এবং ২৫১ পয়েন্ট। নিউজিল্যান্ড ছয় নম্বরে নেমে গিয়েছে। সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যথাক্রমে আট এবং নয় নম্বরে রয়েছে।

২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী অজিদের পারফরম্যান্স বিশ্বকাপের পর থেকে খুব একটা আহামরি ছিল না। ফলে ক্রমতালিকায় নেমে গিয়েছে তারা। এর পরের মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে কিছু পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চাইবে রোহিত শর্মারা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর