আট বছরে ১৭৯৫% আয় বৃদ্ধির কেষ্টর, প্রাইমারি টিচার মেয়ে সুকন্যার ২৯৬৪ শতাংশ! দাবি ED-র

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের (Suknya Mandal) সম্পত্তি বৃদ্ধির হার নিয়ে বিস্ফোরক তথ্য দিল সিবিআই (CBI)। গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গত সপ্তাহেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় সংস্থা। চার্জশিটে কেষ্টকেম‘অন্যতম প্রধান চক্রান্তকারী’ বলে দাবি করা হয়।

এই চার্জশিটেই তাঁকে বিপুল সম্পত্তির মালিক বলেও উল্লেখ করা হয় বলে জানা যাচ্ছে। অনুব্রতের জমা দেওয়া আয়করের তথ্য জুড়ে দেওয়া হয় চার্জশিটে। আদালতের হাতে ওই তথ্য দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বিগত আট বছরে অনুব্রতের আয় বেড়েছে প্রায় ১৭৯৫ শতাংশ। অন্যদিকে সুকন্যা মণ্ডলের আয় বৃদ্ধি পেয়েছে ২৯৬৪ শতাংশ। এবং সেটাও ওই ৮ বছরের মধ্যেই। অনুব্রতর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের বার্ষিক আয় বৃদ্ধির তথ্যও আদালতের হাতে তুলে দিয়েছ হয়েছে সিবিআই।

অনুব্রতকে গ্রেফতারের ৫৭ দিন পর গত ৭ অক্টোবর চার্জশিট জমা দেয় সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, ২০১৩-’১৪ অর্থবর্ষে কেষ্টর বার্ষিক আয় ছিল ৫ লাখ ৩৩ হাজার ৩৭ টাকা। ২০২১-’২২ বর্ষে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১ কোটি ১ লক্ষ ৩ হাজার ৬৬৪ টাকায়। অর্থাৎ, গত ৮ বছরে তাঁর আয়বৃদ্ধি ৯৫ লক্ষ ৭০ হাজার ৬২৭ টাকা। তবে কয়েকটি বছরে বার্ষিক আয় কমেছেও। যেমন ২০১৮-’১৯ বর্ষে অনুব্রতের বার্ষিক আয় যেখানে ৫০ লক্ষ ৬১ হাজার ৭৩৭ টাকা, সেখানে ২০১৯-’২০ বর্ষে তা কমে দাঁড়ায় ৪৯ লক্ষ ৮৮ হাজার ৫৫১ টাকা।

সুকন্যার ক্ষেত্রে, ২০১৩-’১৪ বর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৩ লক্ষ ৯ হাজার ৩৯৯ টাকা। ২০২১-’২২ বর্ষে তা বেড়ে হয় ৯২ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা। আয় বৃদ্ধির পরিমাণ ৮৯ লক্ষ ৯৪ হাজার ২০১ টাকা। ২০২০-’২১ বর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ১ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯০ টাকা।

২০২০ সালে অনুব্রতের স্ত্রী ছবি মণ্ডলের মৃত্যু হয়। তাই ২০২০ অর্থবর্ষ পর্যন্ত তাঁর বার্ষিক আয়ের হিসাব দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১৩-’১৪ বর্ষে ছবির বার্ষিক আয় ছিল ৪ লক্ষ ৪৫ হাজার ২৬০ টাকা। যা ২০২০-’২১ বর্ষে বেড়ে হয় ৬১ লক্ষ ১১ হাজার ৯৭০ টাকা। ওই ৭ বছরের মধ্যে মাঝের ২০১৬-’১৭ বর্ষে ছবির বার্ষিক আয় সর্বোচ্চ ছিল— ৯৫ লক্ষ ৯৬ হাজার ৫২ টাকা। ৮ বছরে সব মিলিয়ে অনুব্রতের পারিবারিক আয় বৃদ্ধি ঘটেছে ১ কোটি ৮১ লক্ষ ১৯ হাজার ৫৬৮ টাকা। হিসাব মতো প্রায় ১৪১৪ শতাংশ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর