ফের বাড়ল DA, ভোটের মাঝেই কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের, মালামাল পড়ুয়ারাও

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে গত ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট পেশ করে একাধিক ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। সেখানে একদিকে যেমন বাড়ানো হয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance), আবার ঘোষণা হয় ৫০ দিনের কাজের মত প্রকল্পেরও। বাজেটের ভিত্তিতে এপ্রিল থেকেই রাজ্যে একাধিক নয়া নিয়ম চালু হয়েছে। ঠিক কী কী পরিবর্তন এল চলুন দেখা যাক এক নজরে।

ডিএ (DA) নিয়ে উত্তরোত্তর আন্দোলনের মাঝেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ফেব্রুয়ারীতে বাজট পেশ করে ঘোষণা হয়েছিল ফের চার শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। উল্লেখ্য, আগে আওতায় ১০ শতাংশ হারে ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স পেতেন সরকারি কর্মীরা। এবার সেটা বেড়ে হল ১৪ শতাংশ। চলতি মে মাস থেকে রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ল।

১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, রাজ্যের এই অভিযোগ বহুদিনের। এবার কেন্দ্রীয় ‘বঞ্চনার’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের (মনরেগা) ধাঁচে মে থেকে রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে বছরে কমপক্ষে ৫০ দিন করে কাজ পাবেন জবকার্ড হোল্ডাররা।

বাজেটেই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশকর্মীদের। মাসিক ১,০০০ টাকা বাড়ানো হয়। যা আগেই কার্যকরী হয়ে গিয়েছে। পাশাপাশি চুক্তিভিক্তিক গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মচারী, তথ্যপ্রযুক্তি কর্মীদেরও মাসিক বেতন বাড়ানো হয়েছে এপ্রিল থেকে।

da 6

আরও পড়ুন: ভোটের মাঝেই জোর ধাক্কা! বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট ‘দুঃসংবাদ’, উড়ল রাতের ঘুম!

পাশাপাশি পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাব কিনতে একাদশ শ্রেণিতেই ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার। এতদিন দ্বাদশ শ্রেণিতে এই অর্থ দেওয়া হত তবে এবার থেকে একাদশ শ্রেণিতেই সকল পড়ুয়াকে ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর