বাংলাহান্ট ডেস্ক: টিআরপিতে টক্কর দিতে না পারলেও অভিনয়, গল্পে বহু দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’। শুধুই কি দর্শকদের, ইন্ডাস্ট্রির নামীদামী অভিনেতাদেরও মুগ্ধ করেছেন ঊর্মি ওরফে অন্বেষা হাজরা (Annwesha Hazra)। সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। অন্বেষার অত্যন্ত সাবলীল অভিনয় এবং প্রাণখোলা মেজাজ মন জিতে নিয়েছে সকলের।
কিন্তু সিরিয়ালের সম্প্রচার সময় রাত সাড়ে দশটা হওয়ায় টিআরপিও ওঠে না তেমন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শোতেও সেরা অভিনেত্রীর পুরস্কারটা হাতছাড়া হয়ে গিয়েছে অন্বেষার। আর তাই নিয়েই ক্ষুব্ধ ঊর্মি সাত্যকির অনুরাগীরা। এমনকি সেরা জুটিও নির্বাচিত হয়নি অন্বেষা ঋত্বিক।
তবে এবারে অনুরাগীদের জন্য দারুন সুখবর দিলেন অন্বেষা। টেলিভিশনের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। আসলে সম্প্রতি এক ঝাঁক অভিনেত্রীদের সম্মানিত করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নামটিও বেশ অন্যরকম Extra-Ordi-নারী। আর সেই অনুষ্ঠানে তেমনি এক্সট্রাঅর্ডিনারী নারীদের সম্মানিত করা হল।
সেখানেই টেলিভিশনের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অন্বেষা। শাড়ি ব্লাউজে সুন্দর করে সেজে গিয়েছিলেন তিনি। পুরস্কারটা পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি সেরা তো নই, কিন্তু আমি চেষ্টা করব এই সম্মানের লাজ রাখার।’
https://www.instagram.com/p/CbDOhfKhmRw/?utm_medium=copy_link
তবে শুধু এই পুরস্কারটাই নয়। এর আগে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা কৌতুক অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন অন্বেষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। এভাবেই সাফল্যের চূড়ার দিকে এগিয়ে চলুন অন্বেষা। অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে আশ্বাস দিয়েছেন তারা সবসময় অন্বেষার পাশে থাকবেন।