বাংলাহান্ট ডেস্ক: আপনি যদি সিরিয়ালপ্রেমী হন তবে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) সিরিয়ালটি নিশ্চয়ই মনে রেখেছেন। ঊর্মি এবং সাত্যকি দেড় বছর ধরে বাংলার ঘরে ঘরে দর্শকদের মন জয় করেছিলেন। অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটিটা অনস্ক্রিনেও এতটাই ভাল রসায়ন তৈরি করেছিল যে অচিরেই অনেকের প্রিয় সিরিয়াল হয়ে উঠেছিল এই পথ।
টিআরপি তালিকায় নিয়মিত ভাবে জায়গা করতে না পারলেও সিরিয়ালটির ফ্যানবেস ছিল বেশ মজবুত। বেশ অনেকদিন ধরে চললেও এই পথ এর শেষ হয়ে যাওয়ার খবরে মুষড়ে পড়েছিলেন অনেকেই। তবে নায়ক ঋত্বিক সিরিয়ালটি শেষ হওয়ার পরেই নতুন সিরিয়াল ‘মন দিতে চাই’ দিয়ে কামব্যাক করেন। অন্যদিকে অন্বেষাকে এতদিন কোনো সিরিয়ালেই দেখা যায়নি।
একটা লম্বা বিরতির পর কিছুদিন আগেই বড়পর্দায় ডেবিউয়ের খবর ঘোষণা করেছিলেন অন্বেষা। এবার শোনা গেল আরো এক সুখবর। শুধু সিনেমা নয়, সিরিয়ালেও কামব্যাক করতে চলেছেন তিনি। অনেকদিন পর আবারো প্রিয় অভিনেত্রীকে নতুন গল্পে দেখতে পাবেন দর্শকরা। সঙ্গে নতুন নায়ক।
তবে নতুনত্বের এখানেই শেষ নয়। এবার নাকি চ্যানেলও বদলে ফেলছেন অন্বেষা। জি বাংলা ছেড়ে স্টার জলসায় যাচ্ছেন তিনি। অবশ্য এই পথ এর আগে স্টারের সিরিয়ালেই অভিনয় করতেন তিনি। কিন্তু জি বাংলার দর্শকরাও আপন করে নিয়েছিলেন অন্বেষাকে। গুঞ্জন বলছে, সাহানা দত্তের নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। বিপরীতে থাকতে পারেন ‘নবাব নন্দিনী’র রিজওয়ান রব্বানি শেখ। তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
পাশাপাশি পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবি ‘চিনি ২’র হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অন্বেষা। অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, চরিত্রটির নাম এখনি তিনি ফাঁস করতে পারবেন না। তবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্র। এমন এক পরিচালক, অভিনেতা অভিনেত্রীর টিমের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি। অন্বেষা আরো জানান, প্রযোজনা সংস্থা এসভিএফ এর তরফেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।