অন্বেষার নামে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণা! অনুরাগীদের সাবধান করে দিলেন ঊর্মি

বাংলাহান্ট ডেস্ক: ভুয়ো প্রোফাইলের (Fake Profile) ঠেলায় অতিষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা। বড়পর্দা থেকে ছোটপর্দা, কোনো মাধ‍্যমের শিল্পীরাই ছাড় পান না এই সমস‍্যা থেকে। বৃহস্পতিবার এমনি সমস‍্যার কথা জানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সাবধান করে দিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। ভুয়ো প্রোফাইলের শিকার ‘ঊর্মি’ও।

জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের মুখ‍্য চরিত্র ঊর্মির ভূমিকায় দেখা যাচ্ছে অন্বেষাকে। ছটছটে, ছেলেমানুষ ধরণের একটি মেয়ে থেকে পরিণত, সাবলম্বী হয়ে উঠেছে ঊর্মির চরিত্রটি। প্রথম থেকেই অন্বেষার অনায়াস অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। আরো বড় হয়েছে ফ‍্যানবেস হয়েছে। সেই সঙ্গে বেড়েছে ফ‍্যানপেজের সংখ‍্যাও।

Annwesha
আবার একই সঙ্গে অন্বেষার নামে একাধিক ফেসবুক প্রোফাইলও তৈরি হয়েছে। এতে বাড়ছে দ্বন্দ্ব। একই নাম, একই ছবি দেখে অন্বেষা ভেবে অনেকেই কথা বলছেন এইসব প্রোফাইলের অধিকারীদের সঙ্গে। প্রোফাইলগুলো যে ভুয়ো তা অনেকেই বুঝতে পারছেন না। ফলে প্রতারকদের সুবিধাই হচ্ছে।

বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন অন্বেষা নিজেই। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বার্তা দিয়েছেন তিনি নিজের অনুরাগীদের জন‍্য। ভুয়ো প্রোফাইলটির একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার অ্যাকাউন্ট নয়। প্লিজ আমি ভেবে কথা বলবেন না।’

এমন ঘটনা অন্বেষার সঙ্গেই প্রথম নয়। এর আগে অনেক অভিনেতা, অভিনেত্রীই এ ধরণের সমস‍্যার মুখে পড়েছেন। এমনকি পরিচালক রাজ চক্রবর্তীর নাম করে অভিনয়ে সুযোগ দেওয়ার কথা বলে প্রতারণাও করা হয়েছে। তখন তিনিও সরব হয়েছিলেন। এবার মুখ খুললেন অন্বেষা।

প্রসঙ্গত, শোনা যাচ্ছে ঊর্মি হিসাবে অন্বেষা আর মাত্র কিছুদিনের অতিথি টেলিপাড়ায়। কারণ এই পথ যদি না শেষ হয় নাকি সত‍্যি সত‍্যিই শেষ হতে চলেছে। ইতিমধ‍্যেই নায়ক ঋত্বিক মুখোপাধ‍্যায় নাকি অন‍্য সিরিয়ালের প্রোমো শুট করে ফেলেছেন। তবে অন্বেষা এ বিষয়ে কোনো মন্তব‍্য করেননি এখনো।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর