বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর এরমধ্যে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। টিকিট বিতরণ শুরুর আগেই এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার প্রক্রিয়াও তীব্র হয়েছে।
যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগের পর এখন কানপুরের বিলহাউরের বিজেপি বিধায়ক ভগবতী প্রসাদ সাগর, শাহজাহানপুরের তিলহার বিধানসভার বিধায়ক রোশন লাল ভার্মা এবং বান্দার তিন্দওয়ারির বিধায়ক ব্রজেশ প্রজাপতিও পদত্যাগ করেছেন। এই তিনজনেরও সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা বেড়েছে।
অন্যদিকে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পাওয়ার বলেছেন যে, আগামী দিনে আরও ১৩ জন বিজেপি বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন। পাওয়ার বলেন, উত্তরপ্রদেশের মানুষ পরিবর্তন চাইছে।
মঙ্গলবার মুম্বাইতে একটি সংবাদ সম্মেলনের সময় তিনি বলেছেন যে, তার দল গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে জন্য জোটের জন্য কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করছে। মনে করা হচ্ছে যে বিজেপিকে হারাতে মহারাষ্ট্রের আদলে গোয়াতেও মহাবিকাশ আঘাদির মতো জোট গড়ার চেষ্টা করতে পারেন পাওয়ার।
এছাড়াও, বিজেপির সরকারে মন্ত্রী থাকা স্বামী প্রসাদ মৌর্য এবং তিন বিধায়কের পদত্যাগের পর রাজ্যের ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য ট্যুইট করে লিখেছেন যে, ‘আদরণীয় স্বামী প্রসাদ মৌর্য কী কারণে ইস্তফা দিয়েছেন আমি জানিনা। তবে ওনাকে আমি আবেদন করব যে, তাড়াহুড়োতে সিদ্ধান্ত না নিয়ে বসে কথা বলুন। তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়।”