বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ এবং আন্দোলন। যদিও, এই পরিস্থিতির মধ্যেই গত সোমবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চরম অরাজকতা বাংলাদেশে (Bangladesh):
এদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় ওই দিন বিকেলে শাহবাগে হিন্দুরা জড়ো হয়ে মিছিল করলে বিএনপি, জামাত ও শিবিরের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। যার পরিপ্রেক্ষিতে হিন্দু সংগঠনের নেতা-কর্মীসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, সেখানে উপস্থিত হিন্দু নেতারা জানিয়েছেন ওই হামলার প্রভাবে প্রায় ৫০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই সংক্রান্ত দু’টি ভিডিও সামনে এসেছে। যেখানে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। ভিডিওটিতে পরিলক্ষিত হয়েছে যে, ২০০ থেকে ৩০০ জন লাঠিসোটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক থেকে শাহবাগ মোড় পর্যন্ত মিছিল করে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে থাকে। সেই সময়ে সেখানে উপস্থিত প্রতিবাদী সনাতন হিন্দুদের ওপর ব্যাপক আক্রমণ চালানো হয়।
আরও পড়ুন: বলা হত “দ্বিতীয় তেন্ডুলকার”, অথচ করুণ অবস্থা ভারতের এই তারকা প্লেয়ারের, নিলামেও পেলেন না দল
এই ঘটনার বিষয়ে বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে বলেন, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতার করে ডিবি-র অফিসাররা। এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হিন্দুরা শাহবাগে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। এর কিছুক্ষণ পর আচমকাই একটি দল ঘটনাস্থলে এসে হামলা চালায়। তিনি জানিয়েছেন যে, এই ধরণের ঘটনা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের (Bangladesh) হিন্দুরা ভবিষ্যতে নিরাপদ নাও থাকতে পারে।
আরও পড়ুন: দীর্ঘ সম্পর্কের ঘটল বিচ্ছেদ, নীতীশ রানার থেকে মুখ ফেরাল KKR, যুক্ত হলেন এই দলের সাথে
এদিকে, বাংলাদেশ (Bangladesh) সনাতন পার্টির সাধারণ সম্পাদক ও আইনজীবী সুমন কুমার রায় বলেন, “সনাতন হিন্দুদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করার জন্য হামলা করা হচ্ছে ও হুমকি দেওয়া হচ্ছে। চিন্ময় প্রভুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। হিন্দুদের দাবি অনুযায়ী, তাঁদের আট দফা সনদ বাস্তবায়নে প্রশাসনের কাছ থেকে এমন আচরণ আমরা আশা করি না। রাষ্ট্র, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে নয়, আমরা হিন্দুদের ওপর এই ধরণের হামলার তীব্র প্রতিবাদ জানাই।”