বাংলাহান্ট ডেস্ক : ফিনালের আগেই ফের বাঙালি প্রতিযোগী বাদ পড়ল ইন্ডিয়ান আইডল (Indian Idol 15) থেকে। প্রায় শেষের মুখে এসে পৌঁছেছে এই রিয়েলিটি শো। সদ্য হয়েছে সেমি ফাইনাল পর্ব। পরিচালক প্রযোজক করণ জোহরের উপস্থিতিতে হয়েছে সেই পর্ব। আর সেখানেই একসঙ্গে বাদ পড়েছেন জোড়া প্রতিযোগী। তাঁদের মধ্যে একজন আবার বাঙালি।
ইন্ডিয়ান আইডল (Indian Idol 15) থেকে বাদ পড়লেন আরেক প্রতিযোগী
জমজমাট পর্বের শেষে বিচারকদের নম্বর অনুযায়ী, বটম থ্রিতে পৌঁছান রাগিণী শিন্ডে, মিশমি বসু এবং অনিরুদ্ধ। আর শেষমেষ ভোটের নিরিখে ফিনালের (Indian Idol 15) দৌড় থেকে বাদ পড়েন রাগিণী এবং মিশমি। টপ ৮ থেকে দুজন বাদ পড়ায় বাকি রয়ে গিয়েছেন মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, শুভজিৎ চক্রবর্তী, চৈতন্য দেবাদে, স্নেহা এবং অনিরুদ্ধ সুসওয়ারাম।
ক্ষোভ বাড়ছে দর্শকদের: চার জন বাঙালির মধ্যে থেকে বাদ পড়লেন আরো একজন। অসমের মেয়ে মিশমি বাদ পড়ায় ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। উল্লেখ্য, এবারের সিজনে একাধিক বার অভিযোগ উঠেছে, বেছে বেছে বাঙালি প্রতিযোগীদের বাদ দেওয়ার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেছিলেন, এবারের ইন্ডিয়ান আইডলে (Indian Idol 15) যেন ‘বাঙালি খেদাও’ অভিযান চলছে। আর ফিনালের মুখে এসে মিশমির বাদ পড়া দর্শকদের ক্ষোভের আগুন আরো বাড়িয়ে তুলেছে।
আরো পড়ুন : নায়ককে ছাড়াই এগোবে গল্প! নাকি ইতি পড়বে সিরিয়ালে, কী আছে জলসার জনপ্রিয় মেগার ভাগ্যে?
বিশেষ সুযোগ পাচ্ছেন রাগিণী: এদিন অবশ্য বাদশা বলেন, রাগিণী বাদ পড়লেও তাঁর সঙ্গে একটি গান রেকর্ড করার সুযোগ পাবেন তিনি। এর আগে প্লেব্যাকের সুযোগ পেয়েছিলেন বাঙালি প্রতিযোগী মানসীও। এবার সেই সুযোগ পেতে চলেছেন রাগিণী।
আরো পড়ুন : বিয়ের মণ্ডপেই আদৃতের সঙ্গে পুনর্মিলন শুভলক্ষ্মীর! স্লট দখল করতে “মোড় ঘোরানো” চমক জলসার
প্রসঙ্গত, দ্রুত ফিনালে পর্বের দিকে এগিয়ে চলেছে ইন্ডিয়ান আইডল ১৫ (Indian Idol 15)। এখনো পর্যন্ত তিনজন বাঙালি প্রতিযোগী টিকে রয়েছেন প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে থেকেই কারোর মাথায় বিজয়ীর শিরোপা উঠবে, নাকি এবারও খালি হাতে ফিরতে হবে বাংলাকে, সেটাই দেখার অপেক্ষা।