বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ATM প্রায় প্রত্যেকেই ব্যবহার করেন। যার মাধ্যমে প্রয়োজনের সময়ে খুব সহজেই নগদ টাকা হাতে পাওয়া যায়। তবে, এবার ATM ব্যবহারকারীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, এবার দেশের কিছু নির্বাচিত ATM-এ ক্যাশ রিফান্ডের (ATM Rules) সুবিধা পুনরায় চালু করা হচ্ছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন গ্রাহকেরা।
ATM থেকে টাকা তোলার নিয়মে (ATM Rules) বড় পরিবর্তন:
এই সুবিধার মাধ্যমে গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ATM থেকে টাকা না তুলতে পারলে মেশিন সেই টাকা পুনরায় নিয়ে নেবে। গ্রাহকদের সুরক্ষা এবং জালিয়াতি রোধ করার লক্ষ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) এই পদক্ষেপ (ATM Rules) গ্রহণ করছে। প্রাথমিকভাবে এই সুবিধাটি নির্বাচিত কিছু ATM-এ প্রয়োগ করা হবে এবং ধীরে ধীরে এই নিয়ম প্রত্যেক ATM-এ প্রয়োগ করা হবে বলেও জানা গিয়েছে।
ক্যাশ রিফান্ড সুবিধা: ATM-এ ক্যাশ রিফান্ড সুবিধার (ATM Rules) সাহায্যে, গ্রাহক যদি নির্ধারিত সময়ের মধ্যে তাঁর ক্যাশ না তোলেন, তাহলে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে মেশিনে ফিরে যাবে। এর আগে এই সুবিধাটির অপব্যবহার করা হয়েছিল। যার কারণে RBI ২০১২ সালে এই সুবিধাটি বন্ধ করে দেয়।
আরও পড়ুন: ২০৩০ সালে এই ৬ টি দেশ আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ! ২০৩৪ সালে হবে কোথায়? জানাল FIFA
এটি কিভাবে কাজ করবে: আপনি যদি ATM থেকে টাকা তুলতে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে (সাধারণত ৩০ সেকেন্ড) টাকা না তোলেন তবে ATM মেশিন সেই পরিমাণ টাকা ফেরত নিয়ে নেবে (ATM Rules)। এরপরে, আপনার অ্যাকাউন্টে ওই অর্থ যে ফের জমা হয়েছে তা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার মনের আনন্দে করুন ট্রেনে সফর, দেশের মধ্যবিত্তদের জন্য বিরাট ঘোষণা রেলমন্ত্রীর
গ্রাহকদের জন্য এই সুবিধা: এর ফলে যদি একজন গ্রাহক ভুলবশত টাকা রেখে যান, সেক্ষেত্রে অন্য কেউ তা তুলতে পারবে না এবং ওই টাকা অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। মূলত, ATM-এ লেনদেন নিরাপদ করতে এবং জালিয়াতির ঘটনা কমাতে এই নিয়ম আনা হচ্ছে। জানিয়ে রাখি যে প্রতারকরা ATM-এর ক্যাশ ট্রে-র সামনে একটি নকল কভার রেখে ATM বন্ধ করে দিত। যাতে নগদ অর্থ মেশিনে আটকে যায় এবং গ্রাহকের কাছে তা দেখা যায় না। তবে, এই নিয়ম পুনরায় চালু হওয়ার পরে গ্রাহকদের কোনও ক্ষতি হবে না এবং তাঁদের টাকা ফের অ্যাকাউন্টে ফিরে যাবে। বিশেষ করে এই পদক্ষেপটি (ATM Rules) সেই সমস্ত গ্রাহকদের জন্য অত্যন্ত উপকারী হবে যাঁরা প্রযুক্তিগত কারণে, তাড়াহুড়ো বা অসাবধানতার কারণে টাকা তুলতে পারেন না। এমতাবস্থায়, সামগ্রিকভাবে গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটি RBI-এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।